আজ আমরা এখানে জানবো ব্লগ একাউন্ট কিভাবে খুলবো আপনি যদি ব্লগ শুরু কড়ার লথা ভাবেন তবে এই পোস্টটি আপনার কাজে আসতে পারে কারণ এখানে আমরা শেয়ার করবো ফ্রি ব্লগ সাইট তৈরি বা খোলার নিয়ম।
যদি আপনি অনলাইন টাকা ইমকামের কথা শুনে থাকেন তবে ব্লগিং হলো সবথেকে ভালো প্লাটফর্ম যেখান থেকে আপনি ভালো মানের টাকা আয় করতে পারেন গুগল থেকে অনলাইন আয় করার কথা আমরা এর আগেও বলেছি তার মধ্যে প্রথম স্থানে রয়েছে ব্লগ।
আপনি শুনলে অবাক হবেন এমন অনেক ব্লগার রয়েছেন যারা পার্টটাইম জব হিসেবে ব্লগকে বেছে নিয়েছিলেন কিন্তু এখন মাসিক প্রায় ১ লাখ টাকার বেশি আয় করেন উদাহরণ স্বরূপ supportmeindia এটি jumedeen khan স্যারের হিন্দি সাইট আর একটি হলো shoutmeloud যার founder Harsh Agrawal এই সাইটের ডেলি ৫০ হাজার বেশি ভিজিটর আসে।
আপনিও যদি একজন ব্লগার হতে চান আপনারও যদি মনে হয় আপনি এমন কিছু জানেন লিখতে পারবেন। আপনার যদি ব্লগে লেখার ইচ্ছা হয় আর নিজের একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তবে এই পোস্টটি ফলো করুন এখানে আমরা ব্লগ কিভাবে বানাতে হয় জানবো।
![]() ![]() |
ব্লগ সাইট তৈরি |
Contents
ব্লগ ও ওয়েবসাইটের মধ্যে পার্থক্য
ব্লগিং শুরু করতে হলে আমাদের কয়েকটি জিনিস প্রয়োজন হয় যেমন ডোমেইন, হোস্টিং আর একটি জিমেইল একাউন্ট। তবে আপনার কাছে যদি ডোমেইন বা হোস্টিং নাও থাকে কোন ব্যাপার না একটা জিমেইল থাকলেই হবে। যদি জিমেইল না থাকে জিমেইল আইডি খোলার নিয়ম দেখেনিন।
ফ্রি ব্লগ সাইট তৈরির টিউটোরিয়াল
এখানে আমরা আপনাদের সাথে ব্লগ সাইট খোলার দুটো নিয়ম শেয়ার করো একটি ব্লগারে আর একটি ওয়াডপ্রেসে। blogger গুগলের সার্ভিস যেখান থেকে আপনি ফ্রি ব্লগ তৈরি করতে পারেন।
আর ওয়াডপ্রেস একটা প্রিমিয়াম সার্ভিস যেখান থেকে আপনি কিছু করতে গেলে আপনাকে আপনাকে হোস্টিং নিতে হবে, প্লাগিন ব্যবহার করতে হবে আর এই প্লাগিনের জন্য আপনাকে টাকা দিতে হতে পারে।
তবে আপনি blogger সাব ডোমেন blogspot.com বা ওয়াডপ্রেসের সাব ডোমেইন wordpress.com ফ্রিতে ব্যবহার করতে পারেন। আসুন জেনেনিই ব্লগ কিভাবে তৈরি করবো বা ব্লগ কিভাবে বানাতে হয়।
আমাদের আরও কনটেন্ট পড়ুন
- ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন
- গুগল এনালাইসিস কিভাবে কাজ করে
- গুগল আইডি খোলার নিয়ম
- কিভাবে ব্লগিং শুরু করবো
- কিভাবে ব্লগ সাইট তৈরি করবেন
- গুগল থেকে টাকা আয় করার সহজ উপায়
ব্লগারে ফ্রি ব্লগ কিভাবে বানাতে হয়? ব্লগ সাইট খোলার নিয়ম।
- প্রথমে blogger.com অথবা blogspot.com সাইটে যান।
- ব্লগ তৈরি করতে create your blog বটনে ক্লিক করুন।
- এবার আপনার জিমেইল আইডি বা গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।
- এবার বামদিক থেকে New blog ক্লিক করুন।
- এখানে আপনাকে ব্লগের ডিটেইলস দিতে হবে যেমন ব্লগের না ঠিকানা ব্লগের থিম ইত্যাদি।
- Title – এখানে ব্লগের নাম দিন যেই নামে আপনি আপনার ব্লগ সাইট বানাতে চায়ছেন।
- Address – এখানে ব্লগের ঠিকানা মানে ব্লগ লিংক দিন যদি available থাকে পাশে রাইট আসবে যদি না থাকে একটু বদলে নেবেন।
- Theme – এখান থেকে ব্লগের জন্য যেকোন একটি থিম নিতে পারেন আবার পড়ে বদলাতে পারবেন।
![]() ![]() |
ব্লগ সাইট তৈরি |
step 6: এবার create blog এ ক্লিক করুন।
Step 7: এখন আপনার ব্লগ তৈরি হয়ে গেছে ব্লগে পোস্ট করতে New post ক্লিক করতে পারেন।
ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরির নিয়ম
![]() ![]() |
Start your website |
step 2: এখানে একটা একাউন্ট তৈরি করুন অথবা আপনার গুগল আইডি দিয়ে লগইন করুন।
![]() ![]() |
Create wp account |
step 3: এবার একটা সার্চ বক্স আসবে সেখান আপনার ব্লগের নাম দিন আর নিচে free পাশে select ক্লিক করুন।
![]() ![]() |
Enter blog name |
![]() ![]() |
Start with a free site |
step 5: এবার যেই পেজটি আসবে এখানে Your site has been create Get started বটনে ক্লিক করুন।
![]() ![]() |
Get started |
step 6: এখন আপনি ওয়ার্ডপ্রেস হোম পেজে পৌছে যাবেন welcome to wordpress এখান থেকে আপনার ব্লগ সেটিং যেমন ব্লগের থিম, নাম, পেজ তৈরি পোস্ট ইত্যাদি করতে পারেন।
![]() ![]() |
welcome to wp |