গুগল এনালাইসিস কি এবং কিভাবে কাজ করে? ব্লগিং শুরু করার আগে থেকেই আমার মনে বেশ কিছু প্রশ্ন ছিল। কোন বিষয় নিয়ে ব্লগিং শুরু করবো। ইন্টারনেট জগতে এতো ব্লগ সাইট রয়েছে আমি যেই বিষয় নিয়ে ব্লগিং শুরু করিনা কেনো আমার আর্টিকেল কি কেউ পড়বে যদি পড়ে তো কতক্ষণ ধরে পড়ছে।
আমার লেখা কোন আর্টিকেল ভিজিটর বেশি পছন্দ করছে। কোন আর্টিকেলটা ঠিক মতো লিখতে পারিনি বলে কম ভিউ আসছে। আমার সাইটে কোন দেশ থেকে বেশি ভিউ আসছে, কোন সাইট থেকে বেশি ভিউ আসছে ইত্যাদি প্রশ্ন যদি আপনার মাথায়ও ঘোরাফেরা করে তবে এই পোস্ট শুধু আপনার জন্য।
ব্লগিং শুরু করার আগে আমাদের মনে এমন অনেক প্রশ্ন আসে যেগুলোর উত্তর আমরা খুঁজতে চাই জানতে চাই। আপনিও যদি একজন ব্লগার হয়ে থাকেন তবে আপনার মনেও এমন কিছু প্রশ্ন থাকবে..
- আমার সাইটে visitor কোথা থেকে আসছে।
- এখন ব্লগের কোন article ভিজিটর পড়ছে।
- কতক্ষণ ব্লগে visitor থাকে।
- ব্লগের কোন page এ বেশি views আর কোনটাই কম আসছে।
একজন ব্লগারের জন্য তার ব্লগের বিষয়ে এই সকল প্রশ্নের উত্তর অবশ্যই জানা উচিত আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের দেবে গুগল এনালাইসিস (google analytics).
![]() ![]() |
Google Analityces Image |
Contents
গুগল এনালাইসিস কি এবং কিভাবে কাজ করে?
যখন আমরা ব্লগিং শুরু করি আমরা চিন্তা করি কিভাবে নিজেদের ব্লগ সাইটকে বেশি ফেমাস করা যায় কিভাবে ব্লগিং করে টাকা আয় করা যায় কিন্তু এগুলো তখনি সম্ভব যখন আমরা জানতে পারবো আমাদের Redder আমাদের আর্টিকেল কতটা পছন্দ করে।
গুগল এনালাইসিস Goggle Analytics কি জানতে চাইলে বলতে পারি এটা একধরণের tracking tool যে আমাদের ব্লগের Data Collected করে তাকে ব্যাবহার যোগ্য করে তোলে।
Google analytics ব্লগ বা এপস owner এর জন্য খুবিই গুরুত্ব পূর্ণ সাইট। এটা এক ধরনের এমন টুল যার মাধ্যমে আমরা জানতে পারি এই মূহূর্তে আমাদের ব্লগের কোন আর্টিকেল আমাদের ভিজিটর পড়ছেন। আমাদের সাইটে কতজন এখন অনলাইন রয়েছে।
এছাড়াও গুগল এনালাইসিস google analytics এর মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ভিজিটর কোন country থেকে বেশি আসছে। ভিজিটর মোবাইল, টেবলেট নাকি ল্যাপটপ ব্যাবহার করছে। কোন মাসে কত ভিউ আসছে। ভিজিটর কি সার্চ করে সাইটে আসছে আরও অনেক কিছু।
Power of google analytics
ব্লগ সাইটের জন্য Google analytics কিভাবে কাজ করে
- আমাদের ব্লগে এখন কতজন অনলাইন আছে।
- ব্লগের কোন পোস্টটা ভিজিটর এখন পড়ছে।
- ভিজিটর কোন দেশ থেকে ব্লগে এসেছে।
- কোথা থেকে এসেছে google, facebook না অন্য কোথাও।
- কি ব্যাবহার করে এসেছে mobile, tablets না laptop.
- কোন ব্রাউজার ব্যাবহার করে সাইটে এসেছে।
- কে কতক্ষণ ব্লগের পোস্ট পড়ছে।
- মোট কতজন ব্লগে এসেছে।
- ব্লগের নতুন ও পুরাতন ভিজিটর কতো।
- ব্লগ ওয়েবসাইটের bounce rate কত।
ব্লগ ওয়েবসাইটে google analytics কিভাবে যুক্ত করে step by step
step 1: প্রথমে google analityces সাইটে যান লগইন না থাকলে gmail দিয়ে লগইন করুন।
- account name এখানে আপনার ব্লগের নাম দিন।
- দেখুন সব গুলো টিক আছে কি না থাকলে টিক দিন।
- এবার Next ক্লিক করুন।
![]() ![]() |
analityces account create |
step 2: আমরা website এর জন্য একাউন্ট তৈরি করছি তাই web সিলেক্ট করে Next ক্লিক করুন।
![]() ![]() |
select web |
step 3: এবার নতুন যেই পেজটা আসবে এখানে ছবি দেখে ভাল করে পুরন করুন।
- আপনার ব্লগের নাম।(site name)
- ব্লগের url লিংক।(site url)
- ব্লগ সাইটের বিষয়।(category)
- আপনার দেশের নাম। (country)
- এবার create ক্লিক করুন।
![]() ![]() |
fill the from |
step 4: এখানে ওপর থেকে দেশের নাম(country) সিলেক্ট করে terms and conditions টিক দিয়ে I Accept ক্লিক করুন।
![]() ![]() |
analityces ac create |
step 5: এবার আপনার সামনে analityces tracking code আসবে কোডটা কপি করে আপনার ব্লগে চলে যান।আর Html কোডের ক্লোসিং </head> এর ওপরে কোডটা দিয়ে save করে দিন।
শেষ কথা (final word)
আমরা এই পোস্টের মাধ্যমে জানলাম গুগল এনালাইসিস (google analytics) কি? ব্লগ সাইটের জন্য এটি কিভাবে কাজ করে? গুগল এনালাইসিস (google analytics) কোড কিভাবে সংগ্রহ করে ব্লগে যুক্ত করতে হয়।
আশা করি আজকের এই পোস্টটি সকলের জন্য helpful হবে এই পোস্টের বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
- প্রথম google analytics সাইটে যান।
- সমস্ত information দিয়ে একাউন্টস তৈরি করুন।
- terms and conditions একসেপ্ট করুণ।
- tracking code সংগ্রহ করুণ।
- আপনার ব্লগে analytics tracking code যুক্ত করুণ।