আপনি যদি আপনার ছবি গুগলে দেখাতে চান বা গুগলে ছবি আপলোড করতে চান তবে এই পোস্টটি আপনার জন্য আজ আমরা এই পোস্টের মাধ্যমে জানবো কিভাবে গুগলে ছবি রাখা যায় বা গুগলে ছবি আপলোড করার সহজ পদ্ধতি।
আপনি কি চান আপনার নামে কেউ গুগলে সার্চ করলে গুগল আপনার ছবি দেখাক বা আপনার বিষয়ে গুগল সবাইকে জানাক যদি উত্তর হ্যাঁ হয় তবে এখানে আপনি জানতে পারবেন গুগলে ছবি আপলোড করার ৫ টি সহজ পদ্ধতি।
আমরা অনেক সময় মোবাইলে বা কম্পিউটারে আমাদের জরুরি কিছু ছবি রাখি কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় থেকেই জায় ছবিটা যদি ডিলেট হয়ে যায় তাই অনেকে গুগলের সাহায্য নিয়ে সেই ছবি গুগলে রেখে দিতে চাই যাতে ফোনের মেমরি থেকে ছবি ভুল বশতো ডিলেট হলেও গুগল থেকে পরে ফিরে পাওয়া যায়।
![]() ![]() |
গুগলে ছবি রাখার নিয়ম |
Contents
- 1 কিভাবে গুগলে ছবি আপলোড করবো
কিভাবে গুগলে ছবি আপলোড করবো
গুগল এমন এক সার্চ ইঞ্জিন যেখানে সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোন ব্লগ ওয়েবসাইটে যেইসকল আর্টিকেল লেখা বা ছবি আপলোড করা হয় গুগল সেই রেজাল্ট গুলোয় সকলের সামনে তুলে ধরে। এখানে কিন্তু গুগল নিজের থেকে কোন ছবি আপলোড বা আর্টিকেল লিখছে না বরং আপনার আমার মতো সাধারণ মানুষ এই সকল ছবি আপলোড করে থাকে গুগলে।
গুগলে ছবি আপলোড করার আগে একটা বিষয় মনে রাখতে হবে আপনি যেই নামে ছবিটি রাখতে চায়ছেন ছবিটির নামও যেন সেটাই হয়। সাধারণত মোবাইলে কোন ছবি তুললে সেই ছবির নাম jpeg 123 এইরকম হয়ে থাকে এই নামটা পরিবর্তন করে আপনার ছবির নাম দেবেন তাহলে সহজেই সেই ছবি গুগল খুঁজে
- ব্লগে ছবি আপলোড
- সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড
- গুগল ইমেজে ছবি আপলোড
- ওয়েবসাইট প্রোফাইলে ছবি আপলোড
- ইউটিউব ভিডিওতে ছবি আপলোড
ব্লগের মাধ্যমে গুগলে কিভাবে আমার ফটো বা ছবি আপলোড করবো
ব্লগ এমনি এক সার্ভিস যেখানে আপনি ছবি, ভিডিও বা যেকোনো পোস্ট আপলোড করে কয়েকদিনের মধ্যেই সেটিকে গুগলে দেখাতে পারেন। ব্লগে ছবি আপলোড করা খুব সহজ শুধু ছবি আপলোড করার সময় আপনাকে আপনার ছবির নাম ও ক্যাপশন দিতে হবে।
ব্লগে ছবি আপলোড করার জন্য আপনি অনেক ফ্রী সার্ভিস পেয়ে যাবেন যেখানে ছবি আপলোড করলে মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যেই সেই ছবি গুগল দেখাতে শুরু করে যার মধ্যে প্রপুলার কিছু ব্লগের নাম নিচে দেওয়া হলো এখানে আপনি যতো খুশি ফটো আপলোড করতে পারেন।
- blogger.com
- wordpress.com
- weebly.com
- wix.com
- tumblr.com
blogger এর মাধ্যমে গুগলে কিভাবে ছবি আপলোড করতে হয়
ব্লগে ছবি আপলোড করার জন্য অবশ্যই আপনার কাছে একটি জিমেইল আইডি আর একটি ব্লগার ব্লগ থাকতে হবে যদি আপনার জানা না থাকে ফ্রি ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় তবে আমাদের ব্লগ সাইট খোলার নিয়মটা দেখতে পারেন।
ব্লগারে ছবি আপলোড করা খুব সহজ অনেকটা ফেসবুকের মতো। ব্লগে ছবি আপলোড করার জন্য আপনি যেকোন ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। আপনি যদি গুগলে ছবি আপলোড করতে চান তবে নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে blogger.com সাইটে লগইন করুন।
- এবার new post বটনে ক্লিক করুন।
- post title এ আপনার ছবির বিবরণ বা নাম দিন।
- image icon এ ক্লিক করে আপনার ছবিটি আপলোড করুন।
- ছবির caption আর বিবরণ দিন।
- এবার publish বটনে ক্লিক করে গুগলে ছবিটি আপলোড করে দিন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুগলে কিভাবে গুগলে ছবি আপলোড করা যায়
আমরা সকলেই এই ইন্টারনেটের যুগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে থাকি আর আমাদের প্রত্যেকের মোবাইলে কিছু সোশ্যাল সাইটের এপস বা সফটওয়্যার আগে থেকেই ইনস্টল থাকে যার মধ্যে প্রপুলার সোশ্যাল সাইট ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি।
কিন্তু আপনি জানেন কি এই সকল সোশ্যাল সাইটে ছবি আপলোড করলেও সেই ছবি গুগল ক্রল করে তাদের সার্চইঞ্জিনে দেখায়। আপনাকে শুধু পোস্টের মাধ্যমে আপনার ছবিটি আপলোড করতে হবে তবে অবশ্যই ছবির নাম দেবেন ছবির নাম না থাকলে গুগল সেই ছবি খুঁজে পাবেনা।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজে আপনি যতো খুশি ছবি বা ফটো গুগলে আপলোড করতে পারেন এছাড়াও আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখতে পারেন। আমরা নিচে কিছু জনপ্রিয় সোশ্যাল সাইট এর নাম উল্লেখ করেছি।
- Facebook এর মাধ্যমে গুগলে ছবি আপলোড।
- Twitter মাধ্যমে গুগলে ছবি আপলোড।
- Pinterest এর মাধ্যমে গুগলে ছবি আপলোড।
- Instagram এর মাধ্যমে গুগলে ছবি আপলোড।
- Linkedin এর মাধ্যমে গুগলে ছবি আপলোড।
Instagram এবং Pinterest এর মাধ্যমে গুগলে ছবি রাখার নিয়ম
ইন্সটাগ্রাম হলো ফেসবুকের তৈরি সোশ্যাল সাইট এখানে আপনি আপনার ফেসবুক একাউন্ট দিয়েও লগইন করতে পারবেন। ছবি আপলোড এর পাশাপাশি এখানে আপনি Live video ও করতে পারেন। এছাড়াও সকলকে ফলো করতে পারবেন। ইন্সাটাগ্রামে আপনি আপনার অনেক ফেসবুক বন্ধুদেরও খুঁজে পাবেন। ইন্সটাগ্রামে ছবি আপলোড করার নিয়ম নিচে দেওয়া হলো।
- প্রথমে Instagram.com সাইটে যান অথবা এপস খুলুন।
- এবার একাউন্ট তৈরি করে অথবা ফেসবুক আইডি দিয়ে লগইন করুন।
- এখান থেকে + আইকনে ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করুন।
- এবার next বটনে ক্লিক করুন।
- ওপর থেকে ছবির caption দিয়ে Share বটনে ক্লিক করে আপনার ছবি আপলোড করেদিন।
পিন্টারেস্ট এমন এক সোশ্যাল সাইট যেখান থেকে আপনি ইন্সটাগ্রামের মতন সব ধরনের ছবি আপলোড ও শেয়ার করতে পারবেন। তবে ইন্সটাগ্রামে যেমন রিয়েল নাম দিয়ে আইডি খুলতে হয় পিন্টারেস্টে আপনি আপনার ছবির টপিকের নাম অনুযায়ী প্রোফাইল নাম রাখতে পারেন।
পিন্টারেস্টে ছবি আপলোড করার সবথেকে ভালো সুবিধা এখানের যেকোনো ছবি খুব তাড়াতাড়ি গুগলে দেখানো শুরু করে এছাড়াও আপনার যতো বেশি ফলোয়ার বা অনুসরণকারী থাকবে ততোই তাড়াতাড়ি গুগলে আপনার ছবি দেখাতে পারেন।পিন্টারেস্টে ছবি আপলোড করার নিয়ম নিচে দেওয়া হলো।
- প্রথমে pinterest.com সাইটে লগইন করুন।
- এবার ওপর থেকে create pin ক্লিক করুন।
- ছবির আইকন থেকে আপনার ছবিটি সিলেক্ট করুন।
- এবার title ছবির নাম এবং বিবরণ দিন।
- এবার create board ক্লিক করে ছবির নাম বা ছবির টপিকের নাম দিয়ে save করেদিন।
কিভাবে সরাসরি গুগলে ছবি রাখা যায়
- প্রথমে photos.google.com সাইটে যান আর জিমেইল আইডি দিয়ে লগইন করুন।
- এবার আপলোড আইকনে ক্লিক করে phone সিলেক্ট করে আপনার ছবি আপলোড করুন।
- এবার add to album ক্লিককরে একটা নাম দেয়ে √ক্লিক করে ছবিটি আপলোড করে দিন।
ওয়েবসাইট প্রোফাইলের মাধ্যমে কিভাবে গুগলে ছবি আপলোড করা যায়
- quora.com
- twitter.com
- pinterest.com
- linkedin.com
- mix.com
- touchtalent.com
- behance.net
ইউটিউবের সাহায্যে গুগলে কিভাবে ছবি আপলোড করতে হয়
ইউটিউবের সাহায্যে গুগলে ছবি আপলোড করার জন্য আপনার কাছে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে যার সাহায্যে আপনি ভিডিও আপলোড করতে পারেন। যদি ইউটিউব চ্যানেল না থাকে তবে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে পোস্টটি দেখতে পারেন।
ইউটিউবের সাহায্যে ছবি আপলোড করার জন্য আপনাকে ইউটিউব ভিডিওর থাবর্নাল পরিবর্তন করতে হবে এবং সেখানে যেই ছবিটি আপনি UPLOAD করবেন সেটাই গুগোলের সার্চে দেখাবে। ইউটিউব ভিডিওতে thumbnail পরিবর্তন করতে নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে youtube.com সাইটে লগইন করুন।
- এবার my channel > video manager এ ক্লিক করুন।
- এখানে আপনার সব ভিডিও দেখতে পাবেন যেই ভিডিওতে থাবর্নাল আপলোড করতে চান তার পাশে edit ক্লিক করুন।
- এবার থাবর্নালে ছবি যুক্ত করার জন্য thumbnail বটনে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করুন।
- ছবি আপলোড হয়ে গেলে save changes বটনে ক্লিক করে সেভ করে দিন।