ইন্সটাগ্রামের মানে কি? প্রায় সকলের মুখে শোনা যায় ইন্সটাগ্রামের কথা কিন্তু আপনি জানেন কি ইন্সটাগ্রামের প্রতিষ্ঠাতা কে? ইন্সটাগ্রাম এর কাজ কি? কিভাবে ইন্সটাগ্রাম ব্যবহার করতে হয়? ইন্সটাগ্রাম ফলোয়ার কিভাবে বাড়ানো যায়? ইন্সটাগ্রাম খোলার নিয়ম? কিভাবে ইন্সটাগ্রাম থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করতে হয়। যদি এই সকল প্রশ্নের উত্তর আপনার না জানা থাকে তবে এই পোস্টটি শুধু আপনার জন্য।
![]() ![]() |
Contents
Instagram মানে কি। Instagram এর প্রতিষ্ঠাতা কে।
ইন্সটাগ্রাম উইকিপিডিয়া তে বলা হয়েছে ৬ অক্টোবর ২০১০ সালে ইন্সটাগ্রাম চালু হয় এবং Kevin Systrom এবং Mike Krieger ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত করেছিলেন। পরে ২০১২ সালে ফেসবুক কম্পানি ইন্সটাগ্রাম কিনে নিয়েছে।
যেহেতু এখন instagram ফেসবুক কম্পানির তাই এখানে আপনি আপনার ফেসবুক আইডি দিয়েও লগইন করতে পারবেন। এছাড়াও এখানে সাজেশন হিসেবে আপনি আপনার অনেক ফেসবুক বন্ধু পেয়ে যাবেন যাদের আপনি ফলো করতে পারেন।
- ইন্সটাগ্রাম ছবি এবং ভিডিও আপলোডিং সোশ্যাল সাইট।
- ৬ অক্টোবর ২০১০ সালে ইন্সটাগ্রাম চালু হয়
- Kevin Systrom এবং Mike Krieger ইন্সটাগ্রাম প্রতিষ্ঠা করেন।
ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়ম
আপনি যদি Instagram খোলার নিয়ম জানতে চান তবে নিচে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। instagram আইডি বানানো খুব সহজ আপনি মনে করলে facebook থেকেও এখানে লগইন করতে পারেন।
step 1: Go to Instagram website
প্রথমে Instagram.com সাইটে গিয়ে sign up ক্লিক করুন।
step 2: Enter your mobile number or email id
এবার এখানে আপনার অ্যাকটিভ মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে Next বটনে ক্লিক করুন।
step 3: verify your number
এখন ইন্সটাগ্রাম এর তরফ থেকে আপনাকে ৬ সংখ্যার একটা কোড পাঠাবে সেটা এখানে দিয়ে Next বটনে ক্লিক করুন।
step 3: Enter your name and password
আপনি যেই নামে ইন্সটাগ্রাম আইডি খুলতে চায়ছেন সেটি এবং ৬ সংখ্যা বা তার বেশি পাসওয়ার্ড ব্যবহার করে Next বটনে ক্লিক করুন।
step 4: Selecte your birthday
এখান থেকে আপনার জন্মতারিখ মাস এবং বছর সিলেক্ট করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য Next বটনে ক্লিক করুন।
step 5: Enter your username
এখানে instagram এর তৈরি ইউজার নাম দেখতে পাবেন এটা পরিবর্তন করতে change username ক্লিক করুন অথবা Next বটনে ক্লিক করুন।
step 6: upload your profile picture
এখন আপনার ইন্সটাগ্রাম আইডি তৈরি হয়ে গেছে এখান থেকে আপনার প্রোফাইল ছবি আপলোড করতে পারেন অথবা পরে আপলোড করতে skip করুন।
Instagram কিভাবে ব্যবহার করতে হয়। ইন্সটাগ্রাম ব্যবহারের নিয়ম।
1. Home ~ এখানে ওপরে আপনার ফটো এবং যাদের আপনি ফলো করেছেন তাদের প্রোফাইল ছবি দেখতে পাবেন। আর আপনার কোন ফলোয়ার নতুন কিছু ছবি বা ভিডিও আপলোড করলে সেটাও এখানে দেখা যাবে এছাড়াও যেসকল ছবিতে বেশি লাইক আসে সেগুলো এখানে দেখায়।
2. Search ~ সার্চ বক্সে ক্লিক করলে আপনি তাদের দেখতে পাবেন যারা অনেক প্রপুলার এবং জনপ্রিয়। আর যেসক ভিডিও বেশি মানুষ দেখেছে সেগুলোও এখানে দেখা যায়।
3. + icon ~ আপনি যদি ইন্সটাগ্রামে কোন ছবি বা ভিডিও আপলোড করতে চান তবে প্লাস আইকনে ক্লিক করে আপনার মোবাইল গ্যালারি থেকে ছবি বা ভিডিও আপলোড করতে পারেন।
4. ♥ Icon ~ এটা নোটিফিকেশন এর মতন কাজ করে আপনাকে কেউ ইন্সটাগ্রামে ফলো করলে বা আপনার ছবি ভিডিওতে কেউ রিয়েক্ট দিলে বা কমেন্ট করলে এখানে সেটা দেখতে পাবেন।
5. Profile ~ এখানে আপনি আপনার প্রোফাইলে ছবি পরিবর্তন করতে পারবেন। আপনি যাদের ফলো করেছেন বা যারা আপনাকে ফলো করেছে সংখ্যা অনুযায়ী তাদের দেখতে পাবেন। এবং আপনার প্রোফাইল ডিটেইলস ভরতে পারেন। ইন্সটাগ্রাম বায়ো দিতে পারেন। আপনি যতো গুলো ছবি বা ভিডিও আপলোড করবেন সেগুলোও এখানে দেখা যাবে।
আরও পড়ুন : ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
আরও পড়ুন : কিভাবে গুগল থেকে টাকা আয় করা যায়
Instagram থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করার নিয়ম
- প্রথমে Instagram লগইন করুন।
- এবার আপনার পছন্দের ছবি বা ভিডিওটি খুঁজুন।
- ছবির ওপরে ৩ ডটে ক্লিক করুন।
- এখন copy link ক্লিক করুন।
- এবার gramsave ওয়েবসাইটে যান।
- কপি করা লিংকটি এখানে past করে ডাউনলোড আইকনে ক্লিক করুন।
- এখন নিচে আপনার ছবি বা ভিডিওটা দেখতে পাবেন তার নিচে Download বটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।