ইন্টারনেটের জামানায় এখন আমাদের সকলের কাছেই Android mobile আছে। আর এই মোবাইল ব্যাবহারের জন্য আমাদের প্রয়োজন হয় একটি জিমেইল আইডি কিন্তু আপনি জানেন কি এই কিভাবে জিমেইল আইডি খুলতে হয় যদি না জানা থাকে তবে এই পোস্টটি দেখার পরে খুব সহজেই মাত্র ২ মিনিটে আপনি একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট তৈরি করেনিতে পারবেন।
জিমেইল একাউন্ট তৈরি করার আগে আমরা অবশ্যই জানবো জিমেইল কাকে বলে? ইমেইল ও জিমেইল কি? ইমেইল ও জিমেইল এর মধ্যে পার্থক্য কি? গুগল একাউন্ট কি? কিভাবে একটি ইমেইল, জিমেইল বা গুগল একাউন্ট খুলবো।
![]() ![]() |
কিভাবে জিমেইল আইডি খুলতে হয় |
Contents
ইমেইল ও জিমেইল কি ? ইমেইল ও জিমেইল এর মধ্যে পার্থক্য
আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা ইমেইল কি জানলেও জিমেইল কি জানেন না আবার জিমেইল জানলেও ইমেইল জানেন না তাদের Conufusion দূর করতে ইমেইল আর জিমেইল এর মধ্যে পার্থক্য দেওয়া,হলো।
ইমেইল “Email” এর পুরো নাম “Electronic Mail” এর মানে কোন চিঠি “letter” ইলেকট্রনিক সাহায্যে পাঠানো হলে বা প্রাপ্ত করলে তাকে ইলেকট্রনিক মেইল বা ইমেইল বলা হয়ে থাকে।
ইমেইল ইন্টারনেটের সাহায্যে চালনা করা হয়। জিমেইল এর আগে এটা Yahoo দ্বারা চালনা করা হতো। Yahoo গুগল এবং bing এর মতন একটা সার্চইঞ্জিন। “Yahoo” এর পুরো নাম “yet another hierarchical officious oracle” আর এর মেইল কে yahoo mail বলা হয়।
জিমেইল একটা গুগলের তৈরি ইমেইল সার্ভিস যার সাহায্যে আপনি কাউকে ফ্রি তে মেইল পাঠাতে পারেন। যেমন আমরা কাউকে চিঠি পাঠায় পোস্ট অফিসের মাধ্যমে এটাও অনেকটা তেমনি। জিমেইল “Gmail” এর পুরো নাম “Google Mail”
আপনি যদি কাউকে ইমেইল পাঠাতে চান তার জন্য আপনার কোন মাধ্যম প্রয়োজন হয় যেমন পোস্টম্যান এর মাধ্যমে চিঠি আসে তেমন জিমেইল এর মাধ্যমে ইমেইল পাঠানো ও রিসিভ করা সম্ভব। জিমেইল ব্যাবহার করলে যেগুলো পাবেন তার মধ্যে important গুলো নিচে দেওয়া হলো
- Compose– এর মাধ্যমে আপনি কাউকে ইমেইল পাঠাতে পারবেন।
- Inbox– কেউ আপনাকে মেইল করলে সেটা এখানে দেখতে পাবেন।
- sent– আপনি কাউকে ইমেইল করলে সেটা successful sent হলে এখানে পাবেন।
- Draft– আপনি কাউকে ইমেইল পাঠালে যদি তার কাছে না পৌছায় এখানে দেখতে পাবেন।
- Important– আমাদের কাছে অনেক মেইল আসে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ মেইল গুলো সহজে এখানে পেয়ে যাবেন।
- Deleted– আপনার ডিলেট করা সমস্ত মেসেজ এখানে পাবেন। যদি ভুল করেও কোন জরুরি ইমেইল ডিলেট করে ফেলেন তাকে আবার important করতে পারবেন।
কিভাবে জিমেইল আইডি খুলতে হয়
গুগল থেকে টাকা আয় করতে বা গুগলের যেকোন সার্ভিস ফ্রি ব্যাবহার করতে আমাদের একটি গুগল আইডি বা গুগল একাউন্টের প্রয়োজন হয় আর গুগলে যেকোন একাউন্ট করতে বা online business করতে আমাদের প্রয়োজন একটা জিমেইল বা “business email” তো এখানে সেটাই জানবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় স্টেপ বাই স্টেপ।
step 1: Gmail ওয়েবসাইটে যান
এখানে Create an account ক্লিক করুন।
![]() ![]() |
create an account |
step 2: From পূরণ করুন
এবার একটা নতুন পেজ খুলবে আর আপনার থেকে কিছু তথ্য চাইবে ।
- Firs Name – প্রথমে আপনার নাম দিন
- Last Name – এখানে আপনার পদবি দিন।
- User Name – যেই নামে জিমেইল বানাতে চায়ছেন সেটা দিন।
- Password – আপনার মনে থাকবে এদিন ৮ সংখ্যার পাসওয়ার্ড দিন।
- Confram Password – একি পাসওয়ার্ড আবার দিন।
- Next – পরের ধাপে যাওয়ার জন্য next বটনে ক্লিক করুন।
![]() ![]() |
fill the from |
step 3: আপনার Number দিন
এখানে আপনার নাম্বার চাইবে যেই নাম্বারে জিমেইল এর তরফ থেকে ভিরিফাই কোড পাঠাবে।।
![]() ![]() |
enter your number |
step 4: নাম্বার Verify করুন
আপনি যেই নাম্বার যোগ করেছেন জিমেইল এর পক্ষ থেকে তাইতে ভেরিফাই কোড পাঠানো হয়েছে সেটা এখানে দিয়ে verify বটনে ক্লিক করুন।
![]() ![]() |
verify number |
step 5: সম্পূর্ণ তথ্য পূরণ করুন
এখানে Basic Information দিতে হবে যেমন জন্ম তারিখ Gender এই গুলো দিয়ে Next বটনে ক্লিক করুন।
![]() ![]() |
basic information |
step 7: T & c একসেপ্ট করুন
এবার গুগলের terms and conditions আসবে ইচ্ছে হলে পড়ুন না হলে টিক দিয়ে Accept বটনে ক্লিক করলেই আপনার জিমেইল তৈরি হয়ে যাবে।
ইমেইল আইডি কিভাবে খুলবো / ইমেইল একাউন্ট খোলার পদ্ধতি
জিমেইল একাউন্ট তৈরি করার পর আপনার ইমেইল বা মেসেজ দেখার জন্য জিমেইলে লগইন করতে হবে তার জান্য নিচের স্টেপ ফলো করুন।
step 1: open gmail site
প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার বা chrome ব্রাউজার ব্যাবহার করে Gmail সাইটে যান।
step 2: login your email
এবার ওপর থেকে “sign in” ক্লিক করে আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখানে আপনার ইমেইল দেখতে পাবেন।
![]() ![]() |
gmail site |
গুগল আইডি বা প্রোফাইল ব্যাবহার
আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আরও সেফটি বা security এর জন্য বা জিমেইল এ ছবি আপলোড দেওয়ার জন্য গুগল একাউন্ট ব্যাবহার করতে পারেন।
- জিমেইল একাউন্ট সাইটে যান।
- এখান থেকে প্রোফাইলে ছবি আপলোড দিতে পারবেন।
- আপনার নাম পরিবর্তন করতে পারবেন।
- গুগল আইডির জন্মতারিখ পরিবর্তন করতে পারবেন।
- আরও সিকিউরিটির জন্য নাম্বার ইমেইল দেখতে পারবেন।
- লোকেশন দপখতে পারনেন।
- কখন কোথায় আপনার জিমেইল ব্যাবহার হয়েছে দেখতে পারবেন।
- কোন এপস বা ওয়েবসাইটে আপনার গুগল আইডি দিয়ে লগইন করা হয়েছে কি দেখা যাবে।
![]() ![]() |
google account site |
শেষ কথা “Final Word”
এই পোস্টের মাধ্যমে আমরা জানলাম জিমেইল কি? ইমেইল কাকে বলে জিমেইল আর ইমেইল এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। কিভাবে জিমেইল আইডি খুলতে হয়। কিভাবে গুগল একাউন্ট তৈরি করবো।
গুগলে আইডি করার পরে অবশ্যই গুগল সাইটে গিয়ে আপনার প্রোফাইল দেখে নেবেন কারণ পড়ে আপনি গুগল পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে রিকভার করতে পারবেন।
আর জিমেইল ব্যাবহার করতে আপনি জিমেইল এপসও এই অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন অথবা জিমেইল সাইটে গিয়ে আপনার ইমেইল দেখতে পারেন।
জিমেইল আইডি তৈরি করতে বা এই পোস্টটের বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পোস্টটি আপনার ভাল লাগলে বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ধন্যবাদ।
আমাদের আরও কনটেন্ট পড়ুন HowBN