sitemap প্রত্যেক ব্লগারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই সাইটম্যাপের দ্বারাই আমাদের ব্লগ ওয়েবসাইট ইনডেক্স করে থাকে গুগল। এককথায় সাইটম্যাপ ছাড়া যেকোনো ব্লগ সাইট অচল বলতে পারেন তাই আসুন আগে জানি কি এই সাইটম্যাপ।
![]() ![]() |
সাইটম্যাপ কি |
Contents
সাইটম্যাপ কি?
sitemap কি? জিজ্ঞাসা করলে সহজ ভাষায় বলা যেতে পারে sitemap আমাদের ব্লগের পারফেক্ট ঠিকানা যেমন গুগল ম্যাপ। গুগল ম্যাপ আপনার বাড়ির আসে পাশে যদি কোন স্কুল বা হসপিটাল ইত্যাদি থাকে সেটা খুঁজে বের করতে পারে কিন্তু আপনার সঠিক বাড়ি খুঁজে উঠতে পারে না। একই ভাবে sitemap কাজ করে।
সাইটম্যাপ সাবমিট না থাকলে গুগল আপনার ব্লগ খুঁজে পাই ঠিকি কিন্তু ব্লগের কোথায় কি আছে গুগল রোবটস্ সেটা খুঁজে উঠতে পারেনা তবে এই সমস্যা নতুন ব্লগার দের বেশি হয়। Sitemap সার্চ কনসোলে সাবমিট করলে আপনার ব্লগ সাইট রেংক করবে এমনটা না তবে ব্লগের সমস্ত পোস্ট, পেজ, ব্লগ ক্যাটাগরি, কমেন্ট কখন কোন পেজ আপডেট করা হয়েছে এই সকল বিষয় গুগল সহজে জানতে পারে।
সাইটম্যাপ এক প্রকার xml file এর কাজ ব্লগের নতুন পোস্ট, পুরানো পোস্ট, পেজ, লেভেল, ক্যাটাগরি কোন দিনে কখন পাবলিশ করা হয়েছে, কখন কোনটি আপডেট করা হয়েছে সেটার একটা লিস্ট বা তালিকা আকারে google, bing বা yahoo -র মতন সার্চ ইঞ্জিনকে দেখাতে সাহায্য করে যার সাহায্যে ব্লগের সমস্ত পোস্ট বা পেজ সহজে সার্চইঞ্জিনে ইনডেক্স হতে পারে।
যেসকল ব্লগের সাইটম্যাপ সাবমিট থাকে গুগল সহজেই তাদের Data collect করতে পারে।
গুগলের কথা অনুযায়ী সাইটম্যাপ এমন একটি ফাইল যেটি আপনার ব্লগের পৃষ্ঠাগুলি, ফাইল এবং অন্যান্য তথ্য গুলো সম্পর্কে জানতে সকল সার্চ ইঞ্জিনকে সাহায্য করে। গুগলের মতো অনুসন্ধান ইঞ্জিন গুলো আপনার সাইটকে আরও ক্রল করতে সাইটম্যাপের তথ্য গুলো পড়ে থাকে।
100 words এর মধ্যে ছোট ছোট ব্লগ গুলোর পোস্ট গুগল সহজেই খুঁজে নিতে পারে। কিন্তু বড়ো বড়ো ওয়েবসাইটের পেজ খুঁজতে তাদের সমস্যা হয়ে তাই ওয়েবসাইট ব্লগে সাইটম্যাপ যুক্ত করা উচিত যাতে আপনার ব্লগের সবকিছু সহজে গুগল খুঁজে পায় এবং ব্লগ সাইট রেংক করতে সাহায্য করতে পারে।
এখনো যদি বুঝতে অসুবিধা হয় সাইটম্যাপ কি তবে howbn xml সাইটম্যাপটি দেখতে পারেন।
ব্লগের জন্য সাইটম্যাপ কিভাবে বানাবো?
এখন আশা করি বুঝতে পেরেছেন sitemap কি? আপনি যদি আপনার ব্লগের জন্য Sitemap তৈরি করতে চান তার জন্য অনেক free sitemap generator সার্ভিস রয়েছে তৈরি করতে নিচের স্টেপ ফলো করুন।
১। প্রথমে xml sitemaps ওয়েবসাইটে যান আর আপনার ব্লগের লিংকটি (URL) দিয়ে Start ক্লিক করুন।
২। কয়েক সেকেন্ডে আপনার sitemap তৈরি হয়ে যাবে এবার view sitemap details ক্লিক করুন।
- Download your sitemap file
- submit sitemap google search console
- view full xml sitemap
গুগলে সাইটম্যাপ সাবমিট করার নিয়ম
এখন আমাদের সাইটম্যাপ তৈরি হয়ে গেছে এটিকে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট দেওয়ার জন্য নিচের স্টেপ ফলো করুন।
১। প্রথমে google search console সাইটে যান।
২। এবার ওপর থেকে ৩ লাইনে ক্লিক করুন।
৩। sitemap ক্লিক করুন।
৪। এখানে yourblog.com/sitemap.xml এইভাবে দিন “yourblog” এর জায়গায় আপনার ব্লগের লিংক দেবেন।
৫। এবার submit বটনে ক্লিক করুন।
![]() ![]() |
সাইটম্যাপ সাবমিট |
ব্লগে সাইটম্যাপ কিভাবে যুক্ত করবো
আপনার ব্লগে যদি যদি Sitemap যুক্ত করতে চান তার জন্য নিচের স্টেপ ফলো করুন।
১। প্রথমে আপনার blogger সাইটে গিয়ে লগইন করুন।
২। ব্লগের হোম পেজে গিয়ে settings থেকে search preferences ক্লিক করুন।
৩। এখানে custom robots.txt এর পাশে edit করার পরে yes করুন।
৪। এবার একটি খালি বক্স আসবে সেখানে নিচের কোডটা কপি করে past করুন। (নোট- example এর জায়গায় আপনার ব্লগের url দেবেন।)
৫। এবার নিচে থেকে save changes বটনে ক্লিক করুন।
![]() ![]() |
ব্লগে সাইটম্যাপ সাবমিট |
শেষ কথা “final words”
যদি আপনার ব্লগে sitemap যুক্ত করতে কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আয় এই প্রক্রিয়া দ্বারা আপনি ৫০০ পেজ গুগলে সাবমিট করতে পারবেন আপনার লগে যদি তার বেশি পেজ থাকে তবে অন্য প্রক্রিয়া অবলম্বন করতে হবে নিচে কমেন্ট করে জানাবেন ১০০০ বা ২০০০ sitemap পেজ সাবমিট করার পদ্ধতি জানাবো। আর পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ।
আমাদের আরও কনটেন্ট পড়ুন HowBN