আপনি কি জানতে চায়ছেন কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় তবে এই পোস্টটি আপনার জন্য। এখানে আজ আমরা জানবো কি ভাবে ফেসবুক প্রোফাইল লক করবো। গত কাল ফেসবুকে একজন আমায় এই প্রশ্নটা করেছিলো কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় তাই ভাবলাম হয়তো আরও অনেকে এই উত্তর খুজছেন। তবে আসুন জেনেনিই কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন।
![]() ![]() |
Facebook profile lock |
Contents
কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়
ফেসবুক প্রোফাইল লক করা খুব সহজ তার জন্য শুধু আপনার প্রোফাইলে কিছু সেটিং করতে হবে। ফেসবুক প্রোফাইল লক কিভাবে করতে হয় নিচে দেওয়া হলো।
- প্রথমে আপনার ফেসবুক আইডিতে “Login” করুন।
- এবার “Settings & privacy” অপশনে ক্লিক করুন।
- এখান থেকে “privacy” সিলেক্ট করুন।
- প্রাইভেসি সিলেক্ট করলে অনেক অপশন দেখতে পাবেন এখানে যেগুলো Public কর আছে সেই সমস্ত অপশন গুলো Friends আর Only me সিলেক্ট করুন।
- এখন আপনার প্রোফাইলে যান আর 3 dot এ ক্লিক করুন।
- এবার “Lock Profile” ক্লিক করুন।
- কনফার্ম করতে আবার “Lock your profile” ক্লিক করুন।
ফেসবুক প্রোফাইল Unlock কিভাবে করবো
আপনি যদি পড়ে আপনার ফেসবুক আইডিটি আবার আনলক করতে চান তবে একিই পদ্ধতিতে আনলক করতে পারবেন।
- প্রথমে আপনার আইডিটি লগইন করুন।
- এবার আপনার প্রোফাইলে চলে যান।
- এখান থেকে ৩ ডট এ ক্লিক করুন।
- এবার “Unlock Profile” সিলেক্ট করুন।
- কনফার্ম করতে আবার “Unlock your profile” ক্লিক করুন।
- কাজ শেষ এখন আপনার আইডিটি আবার আনলক হয়ে গেছে।
![]() ![]() |
unlocke facebook |
ফেসবুক প্রোফাইল Lock করলে কি হয়
ফেসবুক প্রোফাইল লক করার বেশ কিছু সুবিধা রয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এমন অনেকেই রয়েছে মেয়েদের ছবি যেখানে সেখানে শেয়ার করে। অথবা আপনি যদি আপনার ব্যাক্তি গত পোস্ট সকলের সাথে শেয়ার না করতে চান তবে ফেসবুক প্রোফাইল লক করতে পারেন।
- ফেসবুক প্রোফাইল লক করলে আপনার পোস্ট আর ছবি শুধু আপনার বন্ধুরা দেখতে পাবে।
- আপনার টাইমলাইনের পোস্ট শুধু বন্ধুরা দেখতে পারবে।
- আপনার সম্পূর্ণ প্রোফাইল পিকচার আর কভার ফটো শুধু বন্ধুরা দেখতে পারবে।
- আপনার অতিতে করা পাবলিক পোস্ট অটোমেটিক only friends হয়ে যাবে।
- কোন story শেয়ার করলে বন্ধুরা ছাড়া আর কেউ দেখতে পাবে না।
- আপনি পোস্ট করতে অথবা ছবি আপলোড করতে পারবেন।
- পাবলিক শুধু মাত্র আপনার About সেকশন দেখতে পারবে।
শেষ কথা “final words”
বন্ধুরা এটা খুব সহজ একটা টিপস ছিল ফেসবুক প্রোফাইল লক এবং আনলক করার কিন্তু অনেকেই করতে পারেন না তার কারণ তাদের privacy setting পাবলিক করা থাকে। আপনারও যদি প্রাইভেসি পাবলিক করা থাকে তবে সেগুলো only me বা friends করে দিলেই দু-এক দিনেই প্রোফাইল লক অপশন পেয়ে যাবেন।
আশা করি আজকের পোস্টটি আপনার ভাল লেগেছে যদি প্রোফাইল লক করতে আপনার কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোন বন্ধু যদি তার প্রোফাইল লক করতে চায় তবে তার সঙ্গে পোস্টটি শেয়ার করবেন আজকের মতো ধন্যবাদ।
আরও পড়ুন ;
কিভাবে ফেসবুক আইডি ডিলিট করবো
গুগলে আপনার ছবি আপলোড করুন