ফেসবুক বিশ্বের সবচেয়ে বড়ো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল সাইট। বর্তমানে ইন্টারনেটর অনেক সুবিধা এবং স্মাট ফোনের কারণে প্রত্যেক মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। ফেসবুক আইডি তৈরি করা যেমন সহজ তেমনি নষ্ট করাও সহজ। কিভাবে নিজের ফেসবুক আইডি নষ্ট করা যায়।
আমরা অনেকেই ভুল করে দু-তিনটি ফেসবুক একাউন্ট খুলে ফেলি অথবা নাম ভুল কিংবা ফেসবুক আর ভালো না লাগার কারণে অথবা নিজের পরিক্ষার সময় ফেসবুক আইডি ডিলিট কিংবা নষ্ট করতে চায়। কারণ অনেক কিছু হতে পারে তবে আপনি যদি ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম জানতে চান তবে সঙ্গে থাকুন।
Contents
নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
- ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম।
- ফেসবুক আইডি ডিএক্টিভেট করার নিয়ম।
আরও পড়ুন ; ইউটিউব চ্যানেল ডিলিট করার নিয়ম
আরও পড়ুন ; জিমেইল আইডি ডিলিট করার নিয়ম
![]() ![]() |
ফেসবুক আইডি ডিলিট |
ফেসবুক আইডি ডিলিট অথবা ডিএক্টিভ এর মধ্যে পার্থক্য
তাই ফেসবুক আইডি ডিলিট অথবা ডিএক্টিভ করার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন এদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তারপর সিদ্ধান্ত নেবেন আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে চান না ডিএক্টিভ।
- ফেসবুক আইডি ডিএক্টিভ করলে আপনার ফেসবুক প্রোফাইল আর খুঁজে পাওয়া যাবে না। (মানে আপনার আইডি Invisible হয়ে যাবে)। কিন্তু আপনি আবার সেই আইডিতে লগইন করলে সেটা রিএক্টিভ হয়ে যাবে।
- ফেসবুক আইডি ডিএক্টিভ করার পরে আবার রিএক্টিভ করলে আপনি সমস্ত কিছু আগের মতো পেয়ে যাবেন। যেমন আপনার ফ্রেন্ড লিস্টের সমস্ত বন্ধু, আপনার পুরানো ম্যাসেজ, আপনার শেয়ার করা পোস্ট, ফটো, ভিডিও ইত্যাদি।
- ফেসবুক আইডি ডিএক্টিভ করলে আপনার ফেসবুক গ্রুপ বা পেজ থাকলে সেখান থেকে আপনি রিমুভ হয়ে যাবেন পুনরায় সেই গ্রুপে আর এডমিন হতে পারবেন না যদি আপনাকে কেউ এডমিন না বানায়।
- ফেসবুক আইডি ডিলিট করলে আপনার আইডিটি চিরকালের মতো মুছে যাবে আর আপনার শেয়ার করা সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে আর চাইলেও সেই আইডিটা ফিরিয়ে আনতে পারবেন না।
ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হয়
- আপনার বন্ধু অথবা অন্য কেউ আপনার প্রোফাইল দেখতে পারবে না।
- আপনার বন্ধুর friends list এ আপনার নাম দেখতে পাবে কিন্তু প্রোফাইলে visit করতে পারবে না।
- আপনার কোন পোস্ট, ফটো কিংবা ভিডিও ডিলিট হবে না।
- আপনি কোন রকম ম্যাসেজ, নোটিফিকেশন বা ইভেন্ট পাবেন না।
- কোন ফেসবুক গ্রুপ অথবা পেজ এডমিন থাকলে অটোমেটিক রিমুভ হয়ে যাবেন।
- অন্যান্য ফেসবুক গ্রুপে আপনি কোন পোস্ট বা কমেন্ট করলে সেটা একমাত্র গ্রুপ এডমিন দেখতে পাবেন।
- আপনি যদি কখনো কাউকে Tag করে কোন পোস্ট করেন সেই পোস্টটি তার টাইমলাইনে পাওয়া যাবে।
কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করা যায়
- প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগইন করুন।
- এবার “Settings” এ ক্লিক করুন।
- “Personal Information” ক্লিক করুন।
- “Manage Account” ক্লিক করুন।
- এখন “Deactivated” অপশন পাবেন এখানে ক্লিক করুন।
- এবার আপনার সিকিউরিটির জন্য আপনার “Password” চাইবে পাসওয়ার্ড দিয়ে “Continue” বটনে ক্লিক করুন।
- এখন আপনি “Deactivate Now” বটনে ক্লিক করলেই আপনার আইডিটি Deactivated হয়ে যাবে।
- “Your Account Deactivated Successful”
![]() ![]() |
Facebook Account Deactivated |
কিভাবে ফেসবুক আইডি রিএক্টিভ করবেন
- প্রথমে আপনার ফেসবুক আইডিটি “Open” করুন।
- এবার আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল দিয়ে “Login” করুন।
- “All Done” এখন আপনার আইডি আবার ব্যবহার করতে পারেন।
ফেসবুক আইডি ডিলিট করলে কি কি হতে পারে
আমরা ওপরে জানলাম কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয়। এখন আপনি যদি মনে করেন আপনার ফেসবুক প্রোফাইলটি Permanently Delete করবেন তবে নিচের স্টেপ ফলো করুন কিন্তু তার আগে একবার জেনেনিন ফেসবুক আইডি ডিলিট করলে কি কি হতে পারে।
- আপনি পুনরায় আইডিটি ফিরে পাবেন না।
- আপনার সমস্ত ফটো, পোস্ট, ভিডিও ডিলিট হয়ে যাবে।
- আপনি যাদের ম্যাসেজ করেছেন তাদের কাছে আপনার ম্যাসেজ সেভ থাকবে।
- ফেসবুক আইডি দিয়ে আপনি যদি কোন ওয়েবসাইট অথবা এপস ব্যবহার করেন তবে সেটাও ডিলিট হয়ে যাবে।
ফেসবুক আইডি পারমেন্টলি ডিলিট করার নিয়ম
এবার আপনি যদি জানতে চান ফেসবুক আইডি ডিলিট করতে হয় বা ফেসবুক আইডি ডিলিট করার উপায় তবে নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে আপনার ফেসবুক আইডিতে Login করুন।
- এবার “Permanently Delete” লিংক ক্লিক করুন।
- এবার “Delete Account” বটনে ক্লিক করুন।
- এখন সিকিউরিটির জন্য আপনার “Password” চাইবে পাসওয়ার্ড দিয়ে Continue বটনে ক্লিক করুন।
- কনফার্ম করার জন্য আবা “Delete Account” বটনে ক্লিক করুন।
![]() ![]() |
Facebook Account Deleted |
শেষ কথা “final words”
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানলাম ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম। কিভাবে ফেসবুক আইডি ডিলিট অথবা ডিএক্টিভেট করতে হয় এবং ফেসবুক আইডি ডিলিট অথবা ডিএক্টিভেট করলে কি কি সমস্যা হতে পারে। কিভাবে নিজের ফেসবুক আইডি নষ্ট করা যায়।
আশা করি আজকের পোস্টটি আপনার কাজে আসবে আর যদি আপনার ফেসবুক আইডি ডিলিট অথবা ডিএক্টিভেট করতে কোন সমস্যা হয় তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আপনার কোন বন্ধু ফেসবুক আইডি ডিএক্টিভেট কিংবা ডিলিট করতে চায়লে পোস্টটি শেয়ার করে তাকেও সাহায্য করতে পারেন।