জিমেইল আইডি ডিলিট করার নিয়ম। আপনি কি আপনার gmail বা গুগল একাউন্টি delete করতে চায়ছেন কিন্তু জানেন না কিভাবে জিমেইল আইডি ডিলিট করতে হয় তবে এই পোস্টটি আপনার জন্য এখানে আজ আমরা জানবো gmail একাউন্ট ডিলিট করার নিয়ম।
![]() ![]() |
জিমেইল আইডি ডিলিট |
Gmail delete করার অনেক কারণ থাকতে পারে হতে পারে নিম্ন লিখিত কোন কারণে আপনিও আপনার gmail account delete করতে চায়ছেন।
- জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে।
- যদি আপনার অনেক জিমেইল আইডি থাকে।
- যদি জিমেইল ব্যবহার না করেন।
- বা জিমেইল হ্যাক হয়ে যায়।
Contents
জিমেইল আইডি ডিলিট করলে কি কি ডিলিট হবে
- গুগলে কোন ছবি আপলোড করে থাকেন তবে সেগুলো ডিলিট হয়ে যাবে।
- ইউটিউবে কোন ভিডিও আপলোড করে থাকেন তবে আপনার ভিডিও গুলো ডিলিট হয়ে যাবে।
- blogspot.com সাইটে কোন পোস্ট করে থাকেন তবে আপনার পোস্টও রিমুভ হয়ে যাবে।
- গুগল এডসেন্সে কোন একাউন্ট থাকে তবে সেটাও ডিলিট হয়ে যাবে।
- গুগল ড্রাইভে সেভ করা আপনার সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে।
- যদি আপনি আপনার মোবাইল কন্টাক্ট জিমেইলে সেভ করে রাখেন সেগুলোও ডিলিট হয়ে যাবে।
জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম
জিমেইল আইডি ডিলিট করার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন কারণ জিমেইলে আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য যুক্ত থাকে। gmail account delete করার উপায় জানতে নিচের স্টেপ ফলো করুন।
step 1: Login google account
প্রথমে আপনার মোবাইল ব্রাউজার দিয়ে গুগল একাউন্টে লগইন করুন।
step 2: click data & personalization
এবার ওপর থেকে Data & personalization এ ক্লিক করুন।
step 3: Delete your google accounts
এখন আপনার গুগল একাউন্ট ডিলিট করার অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
step 4: Confirme delete account
চিরকালের জন্য আপনার গুগল আইডি ডিলিট করতে permanently delete এর পাশে টিক দিয়ে Delete Account বটনে ক্লিক করুন।