জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ বা পররিবর্তন কিভাবে করবেন। আপনি কি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তবে এই পোস্টটি আপনার জন্য এখানে আজ আমরা জানবো জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়।
ইন্টারনেট ব্যবহার করতে প্রতি নিয়ত আমাদের জিমেইল এর প্রয়োজন হয় এবং অনেক জায়গায় জিমেইল আইডি দিয়ে আমাদের লগইনও করতে হয় যেমন ইউটিউব এর ভিডিও দেখতে বা ইউটিউব চ্যানেল তৈরি করতে অথবা একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতেও আমাদের জিমেইল প্রয়োজন আর আমাদের জিমেইল মনে থাকলেও পাসওয়ার্ড সহজে মনে থাকে না।
জিমেইল আইডি তৈরি করতে আমরা সকলেই জানি কিন্তু জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিকভার করে অথবা জিমেইল পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করে এটা অনেকের জানা নেই তাই জিমেইল আইডি ফিরে পেতে এই পোস্টটি লেখা।
- জিমেইল বা ইমেইল পাসওয়ার্ড চেঞ্জ
- জিমেইল বা ইমেইল পাসওয়ার্ড পরিবর্তন
- গুগল পাসওয়ার্ড পরিবর্তন
- গুগল আইডি রিকভারি নিয়ম
![]() ![]() |
জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন |
Contents
Gmail আইডির পাসওয়ার্ড পরিবর্তন বা চেঞ্জ করার নিয়ম
আপনার মোবাইল থেকে জিমেইল এপসটি খুলুন আর ৩ লাইন ক্লিক করুন।
step 2: click gmail settings
এখানে নিচের দিকে জিমেইল settings অপশনটা ক্লিক করুন।
step 3: manage your google account
এবার অপরের দিকে Manage your Google Account ক্লিক করুন।
step 4: signing in to google
এখানে আপনাকে আপনার জিমেইল আইডিটি লগইন করতে হতে পারে। তারপর Security এর নিচে Password ক্লিক করুন।
step 5: confirme new password
এবার আপনার পছন্দের নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে CHANGE PASSWORD বটনে ক্লিক করলে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিকভার করবেন
আপনি যদি আপনার জিমেইল পাসওয়ার্ড ভুলে যান তবে নিচের স্টেপ ফলো করুন জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিকভারি করতে হয় এখানে বলা হলো।
step 1: Go to Google Recover Site
আপনার জিমেইল বা ইমেইল আইডি রিকভার করতে প্রথমে Google Recove সাইটে যান।
step 2: Enter your email id
এখানে যেই ইমেইল বা জিমেইল আইডিটা রিকভার করতে চান সেটি দিন।
step 3: Enter your last password
আপনার আগের পাসওয়ার্ডটি যদি মনে থাকে তবে এখানে দিয়ে Next বটনে ক্লিক করুন অথবা Try another way ক্লিক করুন। (নোট- Try another way ক্লিক করে যেভাবে ইমেইল আইডি রিকভার করতে পারবেন নিচে দেওয়া হলো।)
- Enter last Password – যদি আপনার পুরনো পাসওয়ার্ড মনে থাকে।
- Get verification code – আপনার নাম্বারে গুগল থেকে একটা ভেরিফাই কোড পাঠাবে।
- Do you have phone – আপনার ফোনে গুগল থেকে নোটিফিকেশন আসবে যেমন আপনার মোবাইল লক কোড ইত্যাদি তথ্য চাইবে।
- When did you create this – আপনি কোন সালে আর কোন মাসে জিমেইলটি তৈরি করেছেন।
step 4: Enter new password
এবার আপনার জিমেইল আইডি লগইন করতে নতুন পাসওয়ার্ড তৈরি করে CHANGE PASSWORD বটনে ক্লিক করুন।
step 5: Account Recovery Successful
এখন আপনার জিমেইল আইডি আবার রিকভার হয়ে যাবে আর গুগলের পক্ষ থেকে একটি ম্যাসেজ পাবেন Account Recovery Successful.