Facebook Create Room বা মেসেঞ্জার রুম
Covid 19 এর কারণে প্রায় বিশ্বের সমস্ত দেশেই এখন Lockdown চলছে সেই জন্য ফেসবুক তাদের ব্যবহার কারিদের জন্য নিয়ে এলো নতুন একটি ফিচার Facebook Create Room বা ফেসবুক মেসেঞ্জার রুম। আপনি কি জানেন ফেসবুক রুমের কাজ কি এবং কিভাবে কাজ করে যদি জানতে চান তবে সাথে থাকুন। আজ আমরা জানবো Fb Create Room কিভাবে কাজ করে? এবং কিভাবে তৈরি করবো?
ফেসবুক মেসেঞ্জার রুম ভিডিও
This video Credit by Cnet
Contents
ফেসবুক মেসেঞ্জার রুম ফিচারস
Facebook Messenger Room বলতে গেলে এটা অনেকটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মতন যেখানে একসাথে অনেকের সাথে মেসেজের মাধ্যমে কথা বলা যায়। Facebook Messenger Room ব্যবহার করার জন্য আপনাকে আলাদা কোন এপস ডাউনলোড করতে হয় না। এখানে এক সাথে ৫০ জনের সাথে আনলিমিটেড ভিডিও চাট করা যেতে পারে। তবে ফেসবুক চাট গ্রুপের মতো এখানে মেসেজ চাট করা যায় না আর ৫০ জনের বেশি Facebook Room এ যুক্ত করানো যাবে না।
ফেসবুক মেসেঞ্জার রুমের সব থেকে বড়ো সুবিধা ফেসবুক একাউন্ট নেই এমন মানুষকেও আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার রুমে যুক্ত করতে পারবেন শুধু মাত্র লিংক শেয়ার করলেই আপনি জাকে Facebook Messenger Room Joining করাতে চাইছেন তিনি জয়েনিং অপশন পাবেন। তবে Facebook Room Creator এর হাতেই শুধু Admin Power থাকবে।
- ফেসবুক মেসেঞ্জার রুম অনেকটা ফেসবুক চাট গ্রুপের মতন। তবে এখানে শুধু ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসাথে অনেকের সাথে ভিডিও চাট করা যায়।
- ফেসবুক মেসেঞ্জার রুমে একসাথে ৫০ জন যুক্ত হতে পারে।
- ফেসবুক একাউন্ট নেই এমন ব্যাক্তিও মেসেঞ্জার রুম ব্যবহার করতে পারেন।
- মেসেঞ্জার রুমে যুক্ত হওয়ার বা ব্যবহার করার জন্য আলাদা কোন এপ্লিকেশনের প্রয়োজন হয় না।
ফেসবুক মেসেঞ্জার রুম কিভাবে তৈরি করবো / How to Create Facebook Messenger Room
Step 1: Open the “App”
প্রথমে আপনার ফেসবুক এপসটি অথবা মেসেঞ্জার খুলুন আর লগইন না থাকলে করেনিন।
![]() ![]() |
Facebook Create Room |
Step 2: Tap “Create Room”
এবার আপনার হোম পেজের “Create Room” অপশন পাবেন এখানে ক্লিক করুন।
Step 3: Select Option
এবার যেই নতুন পেজটি আসবে এখানে আপনি ৩ টা অপশন পাবেন।
- Room Activity – এখান থেকে আপনি আপনার রুম ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যেমন Drinking, Birthday, Dansing, Eat ইত্যাদি।
- Who is invited – এখান থেকে কারা আপনার মেসেঞ্জার রুমে ইনভাইট করতে পারবে সেটা সিলেক্ট করতে পারবেন আর আপনার বন্ধুদের আমন্ত্রণ করতে পারবেন।
- Start Time – এখান থেকে দিন এবং সময় সিলেক্ট করতে পারবেন।
- এরপর “Next” বটনে ক্লিক করুন।
Step 4: Finish Creating Room
এখন আপনার মেসেঞ্জার রুম তৈরি হয়ে গেছে কনফার্ম করতে “Finish Creating Room” বটনে ক্লিক করুন।
Step 5: Your Room is Active
এখানে ফেসবুক প্রোফাইলের মতন অনেক অপশন পাবেন আর মেনেজ করতেও পারবেন। এছাড়া ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষকে আমন্ত্রণ করার জন্য লিংক শেয়ার করতে পারেন।
- Join Room- এখানে ক্লিক করে আপনার বন্ধুদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবেন আর কতোজন এক্টিভ আছে দেখতে পাবেন।
ফেসবুক গ্রুপে মেসেঞ্জার রুম কিভাবে তৈরি করবেন / How to Create Messenger Room from a Group
- প্রথমে আপনার ফেসবুক মোবাইল এপসটি খুলুন আর ৩ লাইনে ক্লিক করুন।
- এবার যেই গ্রুপের জন্য মেসেঞ্জার রুম তৈরি করতে চান সেই গ্রুপে চলে যান।
- এখানে পোস্টের পাশে “Create Room” ক্লিক করুন।
- এবার আপনার “Room” এর নাম দিন আর ইমোজি সিলেক্ট করে “Next” বটনে ক্লিক করুন।
- এবার সময় আর দিন সিলেক্ট করে “Next” বটনে ক্লিক করুন।
- রুম সেটিংস ঠিক আছে কি দেখে “Post” করেদিন।
ফেসবুক মেসেঞ্জার রুম ব্যবহার
- ফেসবুক মেসেঞ্জার রুমে আপনি যাকে খুশি Locked / Unlocked করতে পারবেন।
- Room Creator যাকে ইচ্ছে রিমুভ এবং যুক্ত করতে পারবেন।
- যেকোন সদস্য নিজের থেকে Leave নিতে পারবে।
- যেকোন সদস্য রিপোর্ট করতে পারবে।
- আপনি কাউকে ফেসবুকে অথবা মেসেঞ্জারে Block করলে সে এই রুমে যুক্ত হতে পারবে না।
Keyword
- Create Facebook Room
- how to use facebook messenger rooms
- messenger rooms how to use
- how to create messenger room
- how to use facebook rooms
- #Facebook_Room #Create_Room #Messenger-Room