আমাকে প্রায় সময় অনেকে প্রশ্ন করেন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এখন কি করব তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলতে হয়। এখনো অনেক নতুন ফেসবুক ব্যবহারকারি রয়েছেন যারা নিজের ফেসবুক আইডি তৈরি করার পর আর লগইন করতে পারেন না কারণ তারা ফেসবুক পাসওয়ার্ড মনে রাখতে পারেন না তাই আজ এই পোস্টে আমরা জানবো ফেসবুক পাসওয়ার্ড জানার বা দেখার উপায়।
ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবথেকে বড়ো একটি যোগাযোগ মাধ্যম যেখানে আমরা আমাদের বিজনেস ফ্রিতে প্রমোট করতে পারি। এছাড়াও নতুন নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি তাই ফেসবুক পাসওয়ার্ড মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আসুন জেনেনিই ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে।
![]() ![]() |
ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ |
Contents
নিজের ফেসবুক পাসওয়ার্ড জানার বা দেখার উপায়
Step 3: এবার অনেক গুলো অপশন পাবেন এখান থেকে Passwords সিলেক্ট করুন।
Step 4: এখানে আপনার সমস্ত Save করা পাসওয়ার্ড দেখতে পাবেন। এখান থেকে facebook.com সিলেক্ট করুন।
Step 5: এখানে আপনার ইমেইল বা ফোন নাম্বারের নিচে পাসওয়ার্ড দেখতে পাবেন তার পাশে Eye Icon ক্লিক করলে পাসওয়ার্ড দেখা যাবে।
ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে
Step 2: এবার Security and login অপশন পাবেন এখানে ক্লিক করুন।
Step 3: এখান থেকে Change Password সিলেক্ট করুন।
Step 4: এখানে ৩ টে অপশন পাবেন।
- Current password : এখানে আপনার পুরানো পাসওয়ার্ডটি দিন।
- New password : এখানে নতুন পাসওয়ার্ড যুক্ত করুন।
- Retype new password : আবার নতুন পাসওয়ার্ডটি এখানে দিন।
এবার Save changes ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে চেঞ্জ করবেন
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আবার হারানো ফেসবুক আইডি ফিরে পেতে পারেন। এখানে আমরা জানবো ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি।
আপনি আপনার ফেসবুক আইডিতে লগইন না করেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন দুটি উপায়ে।
- ইমেইল দ্বারা ফেসবুক পার চেঞ্জ
- মোবাইল নাম্বারের সাহায্যে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ।
ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো
আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান ইমেইল বা মোবাইল ভেরিফাই করে তবে এই পোস্টটি আপনার জন্য এখানে আমরা জানবো ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে।
Step 2: Enter your email or number
এখানে আপনার ইমেইল আইডি দিয়ে Search করুন। (নোট – যদি ইমেইল যুক্ত করা না থাকে তবে নিচে থেকে Search by your mobile number অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন।
Step 3: Choose a way to reset your password
আপনি আপনার মোবাইল নাম্বারে না ইমেইলে ভেরিফাই কোড নিতে চায়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে Next বটনে ক্লিক করুন।
Step 4: Check your email for a massage
এবার আপনার নাম্বার বা ইমেইল যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেখানে 6 digit code গেছে সেটি কপি করেনিন।
Step 5: Enter the 6 digit code
পরবর্তী ধাপে নতুন পাসওয়ার্ড তৈরি করুন এমন পাসওয়ার্ড রাখবেন যাতে মনে রাখতে সুবিধা হয় আর একটু কঠিন হয়। এরপর Next বটনে ক্লিক করুন।
Step 7: Logout of others devices
এখানে দুটি অপশন পাবেন আপনার আইডি অন্য কোথাও লগইন করা থাকলে সেখান থেকে Logout করতে চায়লে Review other device সিলেক্ট করে Continue বটনে ক্লিক করুন।
Step 8: Your password changes Login your Facebook account
এখন আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে আর আপনি আপনার ফেসবুক আইডি দেখতে পাবেন। লগইন করার জন্য Ok বটনে ক্লিক করুন।
শেষ কথা “Final word”
বন্ধুরা আজ আমরা জানলাম ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি। কিভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখবো এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে। আশা করি আজকের পোস্টটি আপনার ভালো লেগেছে তবু কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন আর এমন আরও পোস্ট দেখতে আমাদের সাইটম্যাপ দেখতে পারেন পোস্ট ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ।