কি ভাবে ফেসবুক পেজ খুলব এই বিষয়ে অনেকেই প্রায় সময় আমায় প্রশ্ন করে। ফেসবুক হলো ইন্টারনেট জগতের সবচেয়ে বড়ো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল সাইট এখানে আমরা নতুন এবং হারানো বন্ধুদের খুঁজে পেতে পারি তাদের সাথে ভিডিও, অডিও এবং লিখে চাট করতে পারি।
ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলা ছাড়াও আমরা অনেক কিছু করতে পারি যেমন স্টাটাস পোস্ট, ছবি শেয়ার, ভিডিও শেয়ার এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সকলের সাথে অনলাইনে আড্ডা দিতে পারি। আমাদের পছন্দের ফেসবুক পেজে লাইক করতে পারি কিন্তু আপনি জানেন ফেসবুক page কি?
![]() ![]() |
Create Facebook Page |
ফেসবুক password ভুলে গেলে করণীয়
facebook ইমেইল আইডি খোলার নিয়ম
Contents
ফেসবুক পেজ কি?
ফেসবুক পেজ কি বলতে গেলে সহজ ভাষায় আপনার আর একটি ফেসবুক প্রোফাইল যেটা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে চালনা করতে পারবেন। ফেসবুক পেজকে আমরা “Fan Page” ও বলে থাকি।
একটা ফেসবুক আইডি দিয়ে একসাথে আপনি ৫ হাজার বেশি বন্ধু যুক্ত করতে পারবেন না। কিন্তু আপনার কাছে যদি ফেসবুক পেজ থাকে সেখানে এক সাথে বহু মানুষের সঙ্গে আপনি কথা বলতে পারবেন।
আপনার পছন্দের ভিডিও, ছবি, স্টাটাস শেয়ার করতে পারবেন। অন্যরা আপনার পোস্টে কমেন্ট করলে তাদের রিপ্লাই দিতে পারবেন ফেসবুক পেজ দিয়ে।
ফেসবুক পেজের যেকোন নাম দিতে পারেন। আপনার কোন ব্গ সাইট বা ইউটিউব চ্যানেল থাকলে সেই নামেও রাখতে পারেন। অথবা আপনার বিজনেস প্রোমোট করতে বিজনেস নামও রাখতে পারেন বা আপনার নিজের নামও দিতে পারেন।
- যেকেউ fb page বানাতে পারেন।
- ফেসবুক page তৈরির জন্য কোন টাকা লাগে না।
- ফেসবুক প্রোফাইলে আপনি ৫ হাজারের বেশি বন্ধু এড করতে পারবেন না কিন্তু পেজে কয়েক লাখ মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবেন।
- আপনার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট অথবা বিজনেস সহজেই এখানে প্রমোট করতে পারবেন।
- ফেসবুক পেজ গুগলের প্রথম সারিতে দেখায় তাই সহজেই পেজের লাইক বাড়াতে পারবেন।
কিভাবে ফেসবুক পেজ খোলা যায়
1. Log in to Facebook Account
2. Click on Page option
3. Create Page
যদি আপনার আগে কোন পেজ না থাকে তবে নিচের ছবির মতো অপশন পাবেন নাহলে ওপরে ছোট করে Create Page অপশন পাবেন।
4. Enter page name
আপনি কোন বিষয়ে পেজ তৈরি করতে চায়ছেন সেটা নিচে থেকে সিলেক্ট করে Next বটনে ক্লিক করুন।
6. Enter your website
যদি আপনার কোন ব্লগ বা ওয়েবসাইট থাকে তবে তার লিংক (URL) এখানে দিয়ে Next বটনে ক্লিক করুন অথবা ওপরের কোন থেকে Skip ক্লিক করুন।
7. Upload profile picture and cover photo
8. Now ready your Facebook Page
শেষ কথা “Final word”
আশা করি আজকের পোস্টটি আপনার ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধা হয় তবে ভিডিওটি দেখতে পারেন এমন আরও ইন্টারনেট আর সোশ্যাল সাইট বিষয়ে জানতে আমাদের ব্লগ সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো ধন্যবাদ। HowBN