টুইটার এমন এক সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে আমরা নিউজ, রাজনৈতিক বিষয় অনেক কিছু জানতে পারি। এছাড়াও নিজের ব্লগ সাইট বা বিজনেস প্রমোট করার জন্য টুইটার থেকে দারুণ ভিজিটর পাওয়া যায়। কিন্তু তার জন্য আপনার প্রয়োজন একটি টুইটার অ্যাকাউন্ট আর টুইটার ফলোয়ার।
অনেক সময় দেখা যায় আমাদের টুইটার বিজনেস আইডির ইউজার নামের সাথে আইডি নামের কোন মিল নেই তাই আজ আমরা জানবো টুইটার Username কিভাবে চেঞ্জ বা পরিবর্তন করতে হয়। টুইটার আইডির নামের সাথে অবশ্যই ইউজার নামের মিল থাকা আবশ্যক তাহলে সহজেই আপনার ফলোয়ার বাড়াতে পারবেন।
Contents
টুইটার Username কিভাবে চেঞ্জ বা পরিবর্তন করতে হয়
টুইটার আইডির ইউজার নেমঃ পরিবর্তন করা খুব সহজ তার জন্য নিচের কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে।
1. Login your Twitter account
প্রথমে আপনার মোবাইল ব্রাউজার দিয়ে twitter.com ওয়েবসাইটে গিয়ে লগইন করুন।
2. Settings and privacy
এবার বামদিকের ৩ লাইনে ক্লিক করে Settings and privacy ক্লিক করুন।
3. Click on Account
এখানে (@) এর পাশে যেই লেখাটা দেখছেন সেটা আপনার Twitter username যদি ইউজার নেমঃ পরিবর্তন করতে চান তবে Account ক্লিক করুন।
4. Select Username
এবার আপনার ইউজার নামের ওপরে ক্লিক করুন।
এখন Username এর নিচে আপনার নাম দিন আর নিচে থেকে Save বটনে ক্লিক করুন। মনে রাখবেন টুইটার ইউজার নেমঃ 15 word বা তার নিচে হতে হবে।
শেষ কথা “final word”
বন্ধুরা আমরা আজ এই পোস্টের মাধ্যমে জানলাম কিভাবে টুইটার আইডির ইউজার নাম (username) চেঙ্গ বা পরিবর্তন করতে হয়। আশা করি এই ছোট টিপস এর সাহায্যে সহজেই আপনার ইউজার নাম পরিবর্তন করতে পারবেন।
আজকের পোস্টটি আপনার ভালো লাগলে অবশ্যই টুইটারে এবং অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর টুইটার বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।