ইউটিউব বিশ্বের সবচেয়ে বড়ো ভিডিও শেয়ারিং সোশ্যাল সাইট এখানে যেকেউ ভিডিও দেখতে এবং ইউটিউবে ভিডিও আপলোড করতে পারে। আপনিও যদি জানতে চান ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে তবে এই পোস্টটি আপনার জন্য আজ আমরা জানবো ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়বো। ইউটিউবে ভিডিও আপলোড করার কিছু নিয়ম রয়েছে এখানে আপনি অন্য কারোর ভিডিও ডাউনলোড করে দিতে পারবেন না। পারলেও সেটা পরে ইউটিউব ডিলিট করে দেবে তাই ইউটিউবে শুধু আপনার তৈরি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন।
Contents
ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম
ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের কয়েকটি জিনিসের প্রয়োজন পরবে যেমন একটি জিমেইল আইডি যার সাহায্যে আমরা ইউটিউবে লগইন করতে পারবো। আর একটি ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় এই বিষয় আগেই জেনেছি। আজ জানবো ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবো এবং কি কি প্রয়োজন।
- একটি জিমেইল প্রয়োজন।
- একটি ইউটিউব চ্যানেল প্রয়োজন।
- নিজের বানানো ভিডিও।
- সুন্দর একটি থাম্বনেইল।
- একটি মোবাইল বা কম্পিউটার।
ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবো
ইউটিউবে ভিডিও আপলোড খুব সহজ তার জন্য নিচের নিয়ম ফলো করুন।
1. log in to your account
ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রথমে YouTube সাইটে গিয়ে ডান দিকে ওপর থেকে Login বটনে ক্লিক করে আপনার জিমেইল দিয়ে লগইন করুন।
2. Click on video uplod icon
এবার ওপর থেকে ভিডিও আপলোড করার জন্য একটি আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
3. Select files
এবার “select file” ক্লিক করে আপনি যেই ভিডিওটি আপলোড করতে চান সেটা সিলেক্ট করুন।
4. File video details
এখানে আপনার ভিডিওর বিষয়ে জানাতে হবে।
- ভিডিওর নাম দিন।
- ভিডিও বিষয় লিখুন।
- ভিডিওর জন্য থাম্বনেইল আপলোড করুন অথবা পছন্দ করুন।
- ভিডিও বিষয় ক্যাটাগরি দিন।
- এবার নিচে থেকে “Next” বটনে ক্লিক করুন।
5. Publish your video
এবার “Public” সিলেক্ট করে “Publish” ক্লিক করলে আপনার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবে।
শেষ কথা “final word”
বন্ধুরা আশা করি ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম আপনার ভালো লেগেছে এবং আপনিও এখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারেন। এমন আরও পোস্ট দেখতে আমাদের সাইটম্যাপে ক্লিক করুন।
Subscribe Youtube: https://youtu.be/N8y4EodXPsw