আজকে আপনাদের সাথে এমন এক টিপস শেয়ার করবো যার সাহায্যে আপনি আপনার ডাটা বাঁচাতে পারবেন facebook video autoplay off android আমরা সব সময় ফেসবুক ব্যবহার করি।
এখানে যেকোন ভিডিও অটো প্লে হয় কিন্তু সেই ভিডিওটা আমাদের পছন্দই না বা আমরা দেখতে চায় এক্ষেত্রে ফেসবুকে অটো প্লে হওয়া ভিডিও কিভাবে বন্ধ করা যায় এই বিষয়েই আমরা আজ জানবো।
আরও পড়ুন
ফেসবুকে নিজেকে অফলাইন কিভাবে দেখাবেন
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি
অটো প্লে হওয়া ফেসবুক ভিডিও কিভাবে বন্ধ করবো / Stop autoplay video on facebook
১. প্রথমে আপনার ফেসবুক অ্যাপস টিতে লগইন করে ওপরের ডান দিক থেকে 3 Line ক্লিক করুন।
২. এবার Settings & Privacy যাবার পরে Settings এ ক্লিক করুন।
৩. এখানে অনেক অপশন পাবেন একদম নিচের দিকে চলে আসুন আর ফোনের ছবির পাশে Media and Contacts ক্লিক করুন।
৪. এখানে নিচের দিকে Autoplay বলে অপশন পাবেন এখানে ক্লিক করুন।
৫. এখানে Never Autoplay Videos টিক মার্ক করেদিলে আপনার অটো প্লে হওয়া ফেসবুক ভিডিও বন্ধ হয়ে যাবে।
নোট ঃ অফিসিয়াল ফেসবুক আর ফেসবুক লাইট দুটোই একি নিয়ম। আপনি যদি পুনরায় Facebook Autoplay video on করতে চান তবে একি ভাবে On Mobile Data and Wi-Fi Connectivity টিক মার্ক করে দেবেন।