আজকের দিনে সবথেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সোশ্যাল সাইট ইউটিউব এখানে প্রতি দিন কয়েক লক্ষ ভিডিও আপলোড করা হয় ! ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে এই বিষয়ে আগেই বলেছি আপনার যদি কোন ইউটিউব চ্যানেল না থাকে তবে এখান থেকে ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় পোস্টটি দেখতে পারেন ! আজকে আমরা জানবো ইউটিউব থেকে mp3 গান ডাউনলোড কিভাবে করতে হয় !
পছন্দের mp3 গান Download কিভাবে করবেন
ইউটিউব থেকে mp3 সং ডাউনলোড করার নিয়ম
৩। এখন অনেক গুলো অপশন পাবেন এখান থেকে Creative Commons ক্লিক করে নিচে থেকে Apply করুণ।
৪। এবার আপনার পছন্দের যেকোন ভিডিওতে গিয়ে v আইকনে ক্লিক করে একটু নিচের দিকে আসুন।
৫। এখানে ভিডিও ডেসক্রিপশনের নিচে যদি দেখেন Creative Commons Attribution License (Reuse Allowed) তবেই নেবেন। Reuse allowed মানে আবার যেখানে ইচ্ছে ব্যবহার করা যায়।
৬। এবার ওপর থেকে শেয়ার আইকনে ক্লিক করে Copy Link লিংক কপি করুন।
৭। এবার আপনার ফোন ব্রাউজার বা Chrome ব্রাউজার দিয়ে গুগলে সার্চ করুন YTmp3 আর প্রথম ওয়েবসাইটে যান।
৮। এখানে খালি বাক্স আপনার কপি করা লিংকটা Past করে পাশের Convert এ ক্লিক করুন।
৯। mp3 convert হয়ে গেলে ওপরে গানের নাম দেখতে পাবেন তার নিচে Download বটনে ক্লিক করুন ।।