আজকাল সকলের কাছেই স্মার্ট ফোন রয়েছে আর সব ফোনেই Dark Mode অন করা যায় ! কিন্তু আমরা যারা সারাদিন ম্যাসেঞ্জার, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তারা কিভাবে ডার্ক মোড অন করবেন !
Dark Mode অন করার অনেক সুবিধা রয়েছে যেমন আপনার চোখে লাইটের কারণে বেশি Effect হবে না আবার অন্য দিকে অনেকক্ষণ মোবাইলে চার্জ থাকে ! আমরা আগের দিনে দেখেছি হোয়াটসঅ্যাপ ডার্ক মোত করার নিয়ম ! আজ আমরা জানবো ফেসবুক ডার্ক মোড করার নিয়ম !
ডার্ক মোড অন করলে আপনার চোখ ঠান্ডা থাকবে ! চোখে effect হবে না। এবং ব্যাটারি অনেক্ক্ষণ চলে !
Contents
ফেসবুক লাইট ডার্ক মোড করার নিয়ম
ফেসবুক লাইট ডার্ক মোড করা অনেক সহজ এবং যেকেউ করতে পারবে ! অফিসিয়াল ফেসবুকে ডার্ক মোড করার কোন অপশন থাকে না কিন্তু ফেসবুক লাইটে ডার্ক মুড করার অপশন রয়েছে আর ফেসবুক লাইট অনেক ফাস্ট, কম এমবি, যেকোন ফোনে সাপোর্ট করে ! Fb lite dark mode করতে নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে প্লেস্টোর থেকে Fb lite ডাউনলোড করে ইন্সটল করেনিন।
- অ্যাপসটি খুলে ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করেনিন।
- এবার ডানদিকে ওপর থেকে 3 Line ক্লিক করুন।
- একটু নিচের দিকে নেবে ডার্ক মোড অন করেদিন।
- একিই ভাবে ডার্ক মোড Off করতে পারবেন।
ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড করার নিয়ম
অনেকে মেসেঞ্জার ডার্ক মোড খোঁজেন কিন্তু সকলের কাছে Messenger dark mode অপশন আসে না কিন্তু নিচের এই পদ্ধতি ব্যবহার করলে আপনি নিশ্চয়ই মেসেঞ্জার ডার্ক মোড করতে পারবেন।
1: প্রথমে প্লেস্টোর থেকে Messenger অ্যাপসটি ডাউনলোড করেনিন। আগে থেকে ডাউনলোড থাকলে আপডেট করেনিন।
2: এবার ম্যাসেঞ্জার অ্যাপসটি খুলে আপনার যেকোনো বন্ধুকে চাঁদের ইমুজি পাঠান দুবার।
3: এবার ম্যাসেঞ্জারের হোম পেজে এসে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
ক্রম ব্রাউজার গুগলের তৈরি। এই ব্রাউজার ব্যবহার করার সবথেকে বড়ো সুবিধা আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও এখানে পাসওয়ার্ড Save হয়ে থাকে। আপনি যদি ব্রাউজার দিয়ে ফেসবুক ব্যবহার করেন আর Facebook dark mode করতে চান তবে আপনাকে ক্রম ব্রাউজার ডার্ক মোড করতে হবে তার জন্য নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে প্লেস্টোর থেকে Chrome ব্রাউজার ডাউনলোড করেনিন। আগে থেকে ডাউনলোড থাকলে আপডেট করেনিন।
- এবার ক্রম ব্রাউজার খুলুন আর www.facebook.com ওয়েবসাইটে যান।
- এবার ডানদিকে ওপর থেকে ব্রাউজারের 3 Dot ক্লিক করুন।
- এখানে নিচের দিকে Settings দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
- এবার Theme ক্লিক করলে Dark অপশন পাবেন এখানে টিক করলেই আপনার ব্রাউজার Dark mode হয়ে যাবে।
অফিসিয়াল ফেসবুক ডার্ক মোড করার নিয়ম
আপনি যদি আপনার অফিসিয়াল ফেসবুক ডার্ক মোড করার নিয়ম জানতে চান তবে আপনাকে বলি অফিসিয়াল ফেসবুক ডার্ক মোড চালু করতে নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে প্লেস্টোর থেকে অফিসিয়াল ফেসবুক সফটওয়্যারটি আপডেট করেনিন।
- এবার আপনার ফেসবুক আইডি লগইন করে Settings and Privacy ক্লিক করুন।
- এবার চাঁদের আইকনের পাশে Dark mode ক্লিক করুন।
- Dark mode চালু করে দিন।
নোটঃ অবশ্যই আপডেট করে করবেন নাহলে অপশন পাবেন না।
কিছু কথা ঃ
বন্ধুরা আজ আমরা জানলাম Facebook dark mode কিভাবে করে। ডার্ক মোড করার সুবিধা কি ! এবং ম্যাসেঞ্জার কিভাবে ডার্ক মোড করতে হয় ! তবে অফিসিয়াল ফেসবুক ডার্ক মোড করার কোন পদ্ধতি পেলে অবশ্যই আপডেট করা হবে ! পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ।
আরও পড়ুন : ফেসবুকে জন্মতারিখ চেঞ্জ কিভাবে করবেন
আরও পড়ুন : ফেসবুকে কিভাবে সিঙ্গেল নাম আইডি খোলা যায়