আজকে আপনাদের সাথে মজার এক টিপস শেয়ার করতে চলেছি হোয়াটসঅ্যাপ Blank ম্যাসেজ যার সাহায্যে আপনার বন্ধুদের সাথে যতো খুশি মজা করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এখন খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সকলেই ব্যবহার করে। এর আগেও আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে অনেক টিপস দিয়েছি।কিন্তু Whatsapp blank message তার থেকে অনেক আলাদা কারণ এর সাহায্যে বন্ধুদের সাথে আনলিমিটেড ফান করা যায় তাই আসুন জানি হোয়াটসঅ্যাপে blank ম্যাসেজ কিভাবে পাঠাবো।
Contents
- 1 blank whatsapp message কিভাবে পাঠাবেন
blank whatsapp message কিভাবে পাঠাবেন
বন্ধুদের সাথে যদি মজা করতে চান blank whatsapp message পাঠিয়ে তবে আপনাকে Playstore থেকে একটা ছোট App ডাউনলোডন করতে হবে।
Step 1: Go Play store and Download Blank Messages (for whatsapp)
প্রথমে প্লেস্টোরে গিয়ে Blank Messages for whatsapp সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নেবেন।
Step 2: Open Blank Messages Tap on Cool, continuel
এবার blank message অ্যাপসটি খুলে Cool Continuel বটনে ক্লিক করুন।
Step 3: Continue without pro version
যেহেতু আমরা ফ্রী ব্যবহার করবো তাই নিচে থেকে without pro version সিলেক্ট করবেন।
Step 4: Select number of repletions
এবার আপনি যতো বড়ো blank comment হোয়াটসঅ্যাপ এর জন্য চায়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করুণ আর নিচে থেকে Send আইকনে ক্লিক করুন।
Step 5: Send via WhatsApp
Step 6: Selecte Your friend and send blank message
এখন আপনার সমস্ত হোয়াটসঅ্যাপ বন্ধুদের তালিকা দেখতে পাবেন বন্ধুদের সিলেক্ট করে ক্রস আইকনে ক্লিক করলে আপনার কমেন্ট চলে যাবে।
কিছু কথা ঃ