এর আগের পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইমু খোলার নিয়ম এবং ইমু থেকে কিভাবে টাকা আয় করা যায়। কিন্তু সেখানে অনেকে জানতে চেয়েছিলেন ইমু আইডি ডিলিট করার নিয়ম আপনিও যদি আপনার imo একাউন্ট ডিলিট করতে চান তবে এই পোস্টটি আপনার জন্য আজ আমরা জানবো কিভাবে ইমু আইডি ডিলিট করতে হয়।
![]() ![]() |
IMO Deleted |
imo একাউন্ট ডিলিট করার নিয়ম
ইমু আইডি ডিলিট করা কোন কঠিন কাজ না এটা যেকেউ করতে পারবেন। শুধু মনে রাখবেন বেশির ভাগ সোশ্যাল সাইটের নিয়ম একি রকম হয়। মানে যেই ভাবে ফেসবুক আইডি ডিলিট করে প্রায় একি নিয়ম imo আইডি ডিলিট করা। নিচে স্টেপ বাই স্টেপ বলা হলো কিভাবে ডিলিট করবেন ইমু।
- প্রথমে আপনার ইমু আইডিতে লগইন করে ৩ লাইন বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
- এখানে Settings অপশন পাবেন এখানে ক্লিক করার পর imo account settings ক্লিক করুন।
- এখানে একদম নিচে Delete imo account অপশন পাবেন ক্লিক করার পর আবার Delete account ক্লিক করুন।
- এরপর আবার Delete account ক্লিক করার পরে আপনার নাম্বার দিয়ে Delete ক্লিক করুন।
- শেষ ধাপে আপনাকে feedback দিতে হবে কেন ইমু আইডি ডিলিট করছেন তারপর আপনার আইডি ডিলিট হয়ে যাবে।
শেষকথা “Final word”
বন্ধুরা আজকে আমরা এই পোস্টে শিখলাম ইমু আইডি ডিলিট করার নিয়ম।
এটা খুব সহজ একটা কাজ তাই বেশি ডিটেইলসে দিলাম না imo account delete করতে যেকেউ পারবে। তবু যদি আপনার ইমু আইডি ডিলিট করতে কোন সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।