আপনার স্মার্ট ফোনে Autoplay হওয়া ইউটিউব ভিডিও কিভাবে বন্ধ করবেন। আজ আমরা এই বিষয়ে জানবো। ফেসবুক আর ইউটিউবে যেকোন ভিডিও সব সময় অটো প্লে হয় যাদের wifi আছে তাদের এইসব খারাপ লাগে না। কিন্তু যারা স্টুডেন্ট ২-৪ টাকা জমিয়ে নেট প্যাক ভরেন তাদের জন্য এটা অনেক খারাপ বিষয় কারণ অটো প্লে হওয়া ভিডিওর জন্য আমাদের অনেক ডাটা কেটে নেওয়া হয়। আপনি যদি আপনার অটো প্লে হওয়া ইউটিউব ভিডিও বন্ধ করতে চান তবে এই পোস্টটি আপনার জন্য। আমরা এর আগে জেনেছিলাম অটো প্লে হওয়া ফেসবুক ভিডিও কিভাবে বন্ধ করবো। আজ আমরা জানবো how to stop autoplay youtube video.
অটো প্লে হওয়া ইউটিউব ভিডিও কিভাবে বন্ধ করবো / Stop autoplay video on Youtu
Autoplay হওয়া ইউটিউবের ভিডিও বন্ধ করা খুব সহজ কিন্তু অনেকেই জানেন না, আজকের এই পোস্টটির সাহায্যে আপনি Stop YouTube Next Video বন্ধ করার পাশাপাশি Youtube home page video off করতে পারবেন। আপনি যদি #Autoplay হওয়া ইউটিউব ভিডিও বন্ধ করতে চান তবে নিচের সহজ স্টেপ ফলো করুন।
১. প্রথমে আপনার ইউটিউব অ্যাপস খুলুন আর ওপর থেকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
২. এবার নিচে থেকে Settings অপশনে যান।
৩. এখানে Autoplay বলে একটি অপশন পাবেন সিলেক্ট করুন।
৪. Autoplay next video এটা বন্ধ করে রাখবেন, তাহলে একটা ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিও অটোমেটিক চালু হবে না।
৫. এবার নিচের অপশনে Muted playback in feeds ক্লিক করলে ৩ টে অপশন পাবেন।
- Always on : এটা অন থাকলে ইউটিউব হোম পেজের ভিডিও অটো প্লে হবে।
- Wi-Fi only : এটা অন থাকলে যখন wifi কানেকশন থাকবে তখন অটো প্লে হবে।
- Off : ইউটিউবে অটো প্লে বন্ধ করতে Off সিলেক্ট করেদিন।