আজকে আমরা জানবো ফেসবুক নোটিফিকেশন কিভাবে বন্ধ করবো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমরা অনেক পছন্দ করি
কিন্তু এখানে কোন পোস্ট করলে অথবা কোথাও কমেন্ট করলে অথবা কোন গ্রুপ, পেজের নানান রকম Notification চলে আসে।
যদিও এই নোটিফিকেশন আমাদের সেই বিষয়ের আপডেট দেয় হতে পারে কোন বন্ধুর জন্মদিন অথবা কোন বন্ধু Status দিয়েছে।
অনেক সময় এতো বেশি নোটিফিকেশন আসার ফলে আমরা বিরক্ত হয়ে পড়ি তাই আসুন ফেসবুক নোটিফিকেশন বন্ধ করি।
Contents
কম্পিউটারে ফেসবুক নোটিফিকেশন বন্ধ করার নিয়ম
শুধু কম্পিউটারে না আপনি মোবাইল ব্যবহার করলেও এই পদ্ধতিতে খুব সহজে ফেসবুক থেকে যেকোন নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। তার জন্য নিচের নিয়ম ফলো করুন।
১) প্রথমে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট facebook.com এ লগইন করুণ।
২) এবার Notification Icon এ ক্লিক করার পরে 3 Dot ক্লিক করলে Notification Settings পাবেন এখানে ক্লিক করুন।
৩) এরপর সবধরনের নোটিফিকেশন অপশান এখানে পাবেন যেটা বন্ধ করতে চান তার পাশের V আইকনে ক্লিক করুন।
৪) এরপর Allow Notification on facebook এর পাশের আইকন থেকে বন্ধ করে দিন।
মোবাইল দিয়ে ফেসবুক Notification কিভাবে বন্ধ করা যায়
মোবাইল দিয়ে ফেসবুকে আশা Notifications বন্ধ করার জন্য আপনি অফিসিয়াল ফেসবুক অ্যাপস অথবা ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন দুটোর নিয়ম একি
Facebook Notification কিভাবে বন্ধ করতে হয় জানার জন্য নিচের স্টেপ ফলো করুন।
১। প্রথমে ফেসবুকে লগইন করে Notification Icon ক্লিক করুন
২। এবার যেই নোটিফিকেশন বন্ধ করতে চান তার পাশের 3 Dot এ ক্লিক করুন।
৩। এখন নতুন কিছু অপশন পাবেন এখান থেকে Turn off notifications about memories to look back on অপশনে ক্লিক করলে নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
ইমেইলে আশা ফেসবুক নোটিফিকেশন বন্ধ করার নিয়ম
ইমেইলে আশা ফেসবুক নোটিফিকেশন বন্ধ করাও খুব সহজ শুধু ফেসবুক না নিচের পদ্ধতি অনুযায়ী ইমেইল আশা যেকোন এসএমএসে বন্ধ করতে পারবেন।
১) প্রথমে ইমেইলে ম্যাসেজ বক্সে যান আর ফেসবুকের যেকোন ম্যাসেজ খুলুন।
২) এরপর ম্যাসেজের একদম নিচের দিকে চলে আসুন এখানে Unsubscribe অপশনে ক্লিক করুন।
কিছু কথা ;
এই পোস্টের মাধ্যমে আমরা জানলাম ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করার নিয়ম।
যদি আপনার ফেসবুক Notification বন্ধ করতে কোন অসুবিধা হয় তবে নিচে কমেন্ট করবেন।
আর ফেসবুক বিষয়ে আর পোস্ট আমাদের সার্চ বক্স অথবা সাইটম্যাপ থেকে দেখতে পারেন।
ফেসবুকে নিজেকে অফলাইন কিভাবে দেখাবেন
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি