ফেসবুক থেকে ফটো ভিডিও কিভাবে ডাউনলোড করব অনেকেই জানতে চেয়েছিলেন। আমরা আগের দিন জেনেছি ইন্সটাগ্রাম থেকে ফটো ভিডিও ডাউনলোড করার নিয়ম।
আপনি যদি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম জানতে চান তবে এই পোস্টটি ফলো করুণ অথবা ভেডিও দেখতে পারেন।
Contents
মোবাইলে ফেসবুক থেকে ফটো ডাউনলোড করার নিয়ম
ফেসবুক থেকে ফটো ডাউনলোড করার অপশন ফেসবুক অ্যাপসেই আপনি পেয়ে যাবেন।
- প্রথমে আপনার ফেসবুক অ্যাপসে লগইন করুন।
- এবার যেই ফটোটি ডাউনলোড করতে চান তার ওপর ক্লিক করুন।
- এখন ডানদিকে কোণে 3 Dot দেখতে পাবেন এখানে ক্লিক করুণ।
- এরপর Save to phone ক্লিক করলে আপনার ফোনে ফটো ডাউনলোড হয়ে যাবে।
কম্পিউটারে Facebook থেকে ফটো ডাউনলোড
মোবাইলের মতন যেকোন ছবি আপনি নিচের স্টেপ ফলো করে আপনার কম্পিউটারেও ডাউনলোড করতে পারেন।
- প্রথমে আপনার কম্পিউটার থেকে facebook.com ওয়েবসাইটে গিয়ে লগইন করুন।
- এবার যেই ছবিটা ডাউনলোড করতে চায়ছেন তার ওপর মাউসের তীর চিহ্ন নিয়ে যান।
- মাউসের ডানদিকের সুইজ চেপে Save Image as… ক্লিক করলে আপনার Desktop এ ছবি ডাউনলোড হয়ে যাবে।
ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়
ফেসবুক থেকে ফটো ডাউনলোড করা খুব সহজ হলেও ভিডিও ডাউনলোড একটু কঠিন কারণ ফেসবুকে ভিডিও ডাউনলোড করার কোন অপশন নেই।
কিন্তু এখানে আমি আপনাদের ফেসবুক ভিডিও ডাউনলোড করার অ্যাপস ও সফটওয়্যার দুটো বিষয়েই বলবো।
আপনার যদি একাধিক Video Download করার থাকে তবে নিচে থেকে যেকোন অ্যাপস ডাউনলোড করেনিন।আর দু-একটা ভিডিও ডাউনলোড করার থাকলে এই পদ্ধতি ফলো করুণ।
1. প্রথমে ফেসবুকে লগইন করুণ আর পছন্দের ভিডিওর ডান দিকে 3 dot ক্লিক করুন।
2. এখন অনেক গুলো অপশন পাবেন এখান থেকে Copy Link ক্লিক করুন।
3. এবার FBdown ওয়েবসাইটে গিয়ে খালি বক্সে কিছুক্ষণ চেপে ধরে থাকলে Past অপশন পাবেন Past করার পর Download ক্লিক করুন।
4. এখন আপনার ভিডিও দেখতে পাবেন তার তলায় More option ক্লিক করে Video Quality সিলেক্ট করলেই আপনার মোবাইলে ভিডিও ডাউনলোড হয়ে যাবে।
ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস
ওপরের নিয়মে আপনি ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন থেকে করতে পারবেন। কিন্তু আপনি যদি ফেসবুক ভিডিও ডাউনলোড করার অ্যাপস খোঁজেন তবে নিচের যেকোন একটা ডাউনলোড করতে পারেন।
প্লেস্টোরে এই সকল অ্যাপস আপনি নাও পেতে পারেন তবে গুগলে সার্চ করে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও প্লেস্টোরের মতন আরও appstore রয়ছে যেমন Apkpure, Uptodown এখান থেকেও পেয়ে যাবেন।
- Savefrom
- Fastvid
- Video Downloader
- Tubemate
- YT3Keepvid
কিছুকথা
বন্ধুরা আজকের এই ছোট্ট পোস্টটির মাধ্যমে আমরা জানলাম ফেসবুক থেকে ফটো ভিডিও কিভাবে ডাউনলোড করে।
একি পদ্ধতিতে আপনি কম্পিউটার দিয়েও ডাউনলোড করতে পারবেন আর পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ।