আগের দিন আমরা জেনেছি Meta tag কি এবং কিভাবে কাজ করে? আজ আমরা জানবো Blogger / WordPress এ মেটা ট্যাগ HTML কোড কিভাবে যুক্ত করবেন।
ব্লগে আর্টিকেল লেখার পরে গুগলের প্রথম পেজে আশার জন্য আমাদের সাইটে Meta tag Html কোড যুক্ত করতে হয়।
Contents
মেটা ট্যাগে কি কি থাকে
- ব্লগের নাম এবং বিষয়।
- কোন বিষয় নিয়ে ব্লগে লেখা হয়।
- কোন ভাষায় এখানে লেখা হয়।
- ব্লগে কে লেখে।
- কোন দেশের ব্লগ সাইট।
- কোন কোন বিষয় সার্চইঞ্জিন দেখাবে আর কোনটা দেখাবে না।
Meta Tag html Generator Tool
আপনি যদি কোডিং জানেন তবে নিজেই meta tag generate করতে পারবেন। এছাড়াও অনলাইনে অনেক free meta tag generator tool রয়ছে।
Step 1. প্রথমে mybloggertricks সাইটে যান আর মেটা ট্যাগ কোড জেনারেট করুণ।
- এখানে আপনার ব্লগের নাম আর বিষয় দিন।
- ব্লগের বিষয়ে ১৫০ শব্দের মধ্যে Description দিন।
- Keywords এখানে ব্লগের Tag/Category দিন।
- এখানে কিছু করবেন না শুধু Language পরিবর্তন করতে পারেন।
- এটা ১০ বা ১৫ দিন রাখবেন।
- এখানে ব্লগের লেখকের নাম দিন।
- এবার Generate meta tag ক্লিক করুন।
Step 2: এখন আমাদের meta tag কোড তৈরি হয়ে গেছে এবার Blogger / WordPress এ মেটা ট্যাগ HTML কোড কিভাবে যুক্ত করবেন তার জন্য নিচের স্টেপ ফলো করুন।
Blogger এ মেটা ট্যাগ HTML কোড কিভাবে যুক্ত করবেন
যেমন Meta tag তৈরি করা সহজ তার থেকেও বেশি সহজ Blogger এ Meta tag যুক্ত করা।
১। blogger.com সাইটে যান আর আপনার ব্লগে লগইন করুন।
২। এবার Theme সিলেক্ট কড়ার পরে Edit HTML ক্লিক করুন।
৩। এখন আমাদের <head> এর নিচে এই কোড দিয়ে Save করে দিতে হবে।
WordPress এ মেটা ট্যাগ HTML কোড কিভাবে যুক্ত করবেন
ওয়ার্ডপ্রেসে এমন অনেক প্লাগিন রয়ছে যারা অটোমেটিক ফ্রি meta tag কোড যুক্ত করে দেয় যেমন Yoast, Rankmath etc
যদি আপনি এই পদ্ধতিতে যুক্ত করতে চান তবে নিচের স্টেপ ফলো করুন।
- প্রথমে ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করুন।
- এবার Appearance থেকে Theme Editor ক্লিক করুন।
- ডানদিক থেকে header.php সিলেক্ট করুন।
- এখন <head> এর নিচে কপি করা কোডটা দিন।
- এরপর Update File বটনে ক্লিক করুন।
কিছু কথাঃ
আজকে আমরা জানলাম Meta tag এ কি কি রাখার দরকার কিভাবে তৈরি করে এবং Blogger / WordPress এ মেটা ট্যাগ HTML কোড কিভাবে যুক্ত করবেন।
meta tag বিষয়ে আপনার আর কিছু প্রশ্ন থাকলে বা ব্লগে যুক্ত করতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।