ফেসবুকে কিভাবে সিঙ্গেল নাম আইডি খোলা যায়। How to create single name facebook id in bengali.
আপনি যদি ফেসবুকে সিঙ্গেল নামের আইডি খুলতে চান তবে এই পোষ্টটি আপনার জন্য।
আজ আমরা শিখবো facebook এ সিঙ্গেল নাম করার নিয়ম।
ফেসবুক নাম পরিবর্তন করতে বা আপনার পুরানো ফেসবুক আইডির নাম পরিবর্তন করে ফেসবুক Single Name রাখতে চান তাহলেও একিই পদ্ধতি ফলো করতে পারেন।
সিঙ্গেল নাম কি কিভাবে ফেসবুক আইডি সিঙ্গেল নাম করব
আপনি যদি daily ফেসবুক ব্যবহার করেন তাহলে ফলো করবেন কিছু প্রফাইলে শেষ নাম বা পদবি থাকে না শুধু প্রথম নামটি দেখা যায়। এটিকে ফেসবুক সিঙ্গেল নামের আইডি বলা হয়।
সিঙ্গেল নামের ফেসবুক আইডি তৈরি করা খুব সহজ তার জন্য কয়েকটা ছোট স্টেপ আমাদের ফলো করতে হয়। যদি আপনি ফেসবুকে Single Name আইডি করার নিয়ম জানতে চান তবে নিচের স্টেপ ফলো করুন।
সিঙ্গেল নেম ফেসবুক আইডি করার জন্য আপনি official facebook, facebook lite বা যেকোনো browser দিয়ে facebook.com সাইটে যেতে পারেন।
১। প্রথমে ফেসবুকে লগইন করুন আর Language অপশনে ক্লিক করুন।
২। এরপরে আমাদের Tamil language সিলেক্ট করতে হবে।
৩। এবার Settings ক্লিক করুন। তামিল ভাষায় হওয়ার কারনে বুঝতে অসুবিধা হলে স্কিনসট অথবা ভিডিও দেখে করবেন।
৪। Settings ক্লিক করার পর একদম ওপরের অপশন Personal Information ক্লিক করুন।
৫। এখন আপনার নাম দেখতে পাবেন তার অপর ক্লিক করুন Name অপশনে।
৬। এখন নাম পরিবর্তন করার অপশন পাবেন প্রথম বক্সে শুধু আপনার নাম দিন আর বাকি box খালি ছেড়ে Change Name ক্লিক করুন।
৭। এরপর আপনার ফেসবুক Password দিয়ে Conform বটনে ক্লিক করলে আপনার সিঙ্গেল নামের ফেসবুক আইডি তৈরি হয়ে যাবে।
কিছুকথা
এখন আপনার ফেসবুক আইডি সিঙ্গেল নাম হয়ে গেছে আপনার প্রফাইল চেক করতে পারেন আর একিভাবে আবার Language ঠিক করে নেবেন।
একবার ফেসবুক আইডির নাম পরিবর্তন করার পর ৬০ দিনের আগে ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না।
ফেসবুকে সবসময় আসল নাম রাখার দরকার নাহলে ফেসবুক ব্লক হতে পারে।
পোস্টটি ভালো লাগলে ইঊটিউবে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোট করবেন ধন্যবাদ।
আরও পড়ুন
- ফেসবুক নোটিফিকেশন কিভাবে বন্ধ করবো
- ফেসবুকে অটো প্লে হওয়া ভিডিও কিভাবে বন্ধ করা যায়
- ফেসবুক আইডি রিকভার করার নিয়ম
Please Subscribe: https://youtu.be/XmHB5PCzY3A