আমরা আগেই জেনেছি ব্লগার সাইটে কিভাবে meta tag description যুক্ত করতে হয়। আজকে আমরা জানবো How to Add Blogger Post Description ব্লগের ডেসক্রিপ box কিভাবে যুক্ত করবেন।
তার আগে বলে রাখি meta description আর post description দুটো সম্পূর্ণ আলাদা অনেক নতুন ব্লগার এটা গুলিয়ে ফেলে। Meta description আমাদের ওয়েবসাইট এর বিষয় সার্চ কনসোলকে বলে। আর Post Description আমাদের শুধু সেই পোস্টের বিষয়ে বলে।
Blogspot ব্লগের Post Description বন্ধ থাকে এটা অন করতে হয় যদি না করেন তাহলে আপনার পোস্টের ওপরের দুলাইন প্রাগ্রাফ গুগলে দেখাবে তাই নিজে Post Description লেখা ভালো।
How to Add Blogspot Blogger Post Description
google এ আমরা কোন কিছু সার্চ করলে তার উত্তর হিসেবে কোন ওয়েবসাইট এর পোস্ট গুগল দেখায় আর সেই পোস্টের নিচে সেই পোস্ট বিষয়ে কয়েক লাইন লেখা থাকে এটাকেই বলে Search description
ব্লগার Search description চালু করা খুব সহজ কিন্তু অনেকে জানেন না কিভাবে post description enable করতে হয়।
এটা খুব ছোট টিপস কিন্তু গুরুত্বপূর্ণ তাই শেয়ার করলাম blogger search description enable করতে নিচের Step ফলো করুণ।
1. প্রথমে blogger.com সাইটে লগইন করুণ।
2. এবার Settings থেকে Meta tags খুজে বার করুণ।
3. এর নিচে পাবেন Enable Search Description এটা On করেদিন।
4. এখন New post করুণ, ডানদিকে Search Description অপশন পাবেন এখানে আপনার সেই পোস্টের বিষয় description লিখতে পারবেন।


কিছুকথা :
আজকে আমরা জানলাম How to Add Blogger Post Description / blogger post description not showing solution
এটা খুব ছোট একটা টিপস ছিল তবু এই পোস্টের বিষয় কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন।
আর আমাদের ইউটিউব চ্যানেলে Secret seo শেয়ার করা হয়ছে অবশ্যই ভিডিও গুলো দেখবেন।
Youtube Channel https://youtu.be/698Eq3DK5hY