আজকে আমরা জানবো facebook fan page কিভাবে আপনার blogger / wordpress সাইটে যুক্ত করবেন।
প্রায় সকল ব্লগার চায় তাদের ব্লগে বেশি মানুষ ভিজিট করুক আর ফেসবুকের মতো এতো ভিজিটর অন্য কোথাউ নেই।
আপনার কাছে যদি একটি ফেসবুক পেজ থাকে তাহলে খুব সহজে আপনার ব্লগের ভিজিটরকে পেজে পাঠাতে পারবেন।
ব্লগে নতুন পোস্ট করলে সেটা পেজে শেয়ার করবেন এতে ফেসবুক পেজের লাইক বাড়বে এবং ব্লগের ভিজিটরও বাড়বে।
Contents
How to embed Facebook page plugins
WordPress বা blogger এ ফেসবুক পেজ যুক্ত করার জন্য আমাদের আগে ফেসবুক পেজ Embed করতে হবে।
Embed করা ফেসবুক পেজের Code ব্লগে যুক্ত করার জন্য নিচের স্টেপ ফলো করুণ।
১। প্রথমে Facebook Developer সাইটে যান।
২। এখান থেকে আমাদের Plugins তৈরি করতে হবে।
- Facebook page url : এখানে আপনার পেজের লিংক দিন।
- Tabs : আপনার পেজের সকল পোস্ট যদি ব্লগে দেখাতে না চান তাহলে এখানে Hide লিখুন।
- Width / Height : আপনার ব্লগের থিম অনুযায়ী Size রাখুন। Width 3000 / Height 150 বেস্ট সাইজ।
- Use small header : হেডিং ছোট করার জন্য এটা un tick রাখুন।
- Adapt to plugin container width : অটোমেটিক সাইজ রাখার জন্য tick রাখুন।
- Hide cover photo : কভার ফটো দেখানোর জন্য tick রাখুন।
- Shows friends face : যারা ব্লগে আসবে তাদের কোন বন্ধু যদি পেজে লাইক করে থাকে তার ছবি দেখতে পাবে।


৩। Get Code ক্লিক করে IFrame সিলেক্ট করে কোডটা Copy করে নিন।


Add Facebook fan page in your Blogger
এখন আপনার পেজের জন্য Facebook page plugin তৈরি হয়ে গেছে এবার এই কোড ব্লগে যুক্ত করতে হবে।
ফেসবুক Like Button ব্লগের Sitebar অথবা Footer এ বেশি ভাল লাগে।
১ । প্রথমে Blogger.com সাইটে লগইন করুণ।
২ । Layout >> Add a gadget >> HTML / Javascript ক্লিক করুণ।
৩ । টাইটেল Facebook দিন আর নিচে কোড দিয়ে Save করে দিন।
এখন আপনার ব্লগে ফেসবুক পেজ যুক্ত হয়ে গেছে চেক করেনিন।
- Also read : how to add blogger search description
- Also read : how to hide blogger subscribe to post atom
How to adding Facebook fan page plugin in your wordpress blog
blogger এর মতো wordpress এও Facebook Plugin যুক্ত করা খুব সহজ
১। প্রথমে wordpress admin panel এ লগইন করুণ।
২। এবার Appearance থেকে >> Customize ক্লিক করুণ।
৩। এরপর Widgets >> Main sidebar >> Add a widgets >> Custom widgets সিলেক্ট করুণ।
৪. টাইটেল Facebook রাখুন Content কপি করা কোডটা দিয়ে Done ক্লিক করুণ।
কিছুকথা : আজকে আমরা জানলাম ব্লগে কিভাবে Facebook fan page যুক্ত করতে হয়।
আমরা চাইলে Facebook page plugin code দিতে পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্য শেখানো তাই সম্পূর্ণ শেয়ার করলাম।
এই পোস্টের বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর পারলে বন্ধুদের শেয়ার করবেন।
Also read : how to create all importent pages
Also read : how to add table of content blogger / wordpress