Faucetpay বা বিটকয়েন একাউন্ট কিভাবে বানাবেন এবং আয় করবেন ! অনলাইনে যারা বিটকয়েন বা Crypto Currency আয় করে থাকেন তারা অনেকেই Faucetpay সম্পর্কে জানেন! এখান থেকে যেমন বিটকয়েন বা অন্যান্য কয়েন আয় করা যায়! তেমনি অন্য কোথাউ থেকে আয় করা কম সাতোষি আপনার ওয়ালেটে জমিয়ে রাখতে পারবেন ! Faucetpay ব্যবহার করা অনেক সহজ ! অনলাইনে কোথাউ থেকে কয়েন আয় করলে এখানে জমিয়ে রাখা যায় অথবা এখান থেকে অন্য কোথাও সহজে Bitcoin Transfer করা যায় !


Contents
Faucetpay বা বিটকয়েন একাউন্ট কিভাবে বানাবেন
বিটকয়েন একাউন্ট তৈরি করার জন্য অবশ্যই Faucetpay আইডি করার দরকার আছে ! কারণ অনলাইনে আয় করা সমস্ত Crypto সাইট একে পছন্দ করে এবং সব থেকে কম কয়েন দিয়ে থাকে! Faucetpay একাউন্ট তৈরি করা খুব সহজ শুধু আপনার নাম ইমেইল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে! যদি আপনার কাছে জিমেইল না থাকে তবে এই পোস্টটি দেখে নতুন জিমেইল আইডি তৈরি করতে পারেন !
Step 1 : প্রথমে faucetpay.io সাইটে গিয়ে Signup ক্লিক করুণ।
Step 2 : এবার নতুন পেজ খুলবে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে ছবি দেখে করে নেবেন।
- এখানে ইউজার নাম দিতে হবে আপনার নামে ইউজার নাম না পেলে 123 দিতে পারেন।
- চালু আছে এমন ইমেইল এখানে দেবেন Faucetpay থেকে verifaction মেইল পাঠাবে।
- একি ইমেইল আবার এখানে দিন।
- এখানে আপনার পছন্দের পাসওয়ার্ড দিন
- একি পাসওয়ার্ড আবার এখানে দিন।
- Term and conditions টিক দিয়ে নিচে থেকে ক্যাপচা ফিল করুণ।
- সব কিছু ঠিক থাকলে নিচে থেকে Sign Up ক্লিক করুণ।


Step 3 : এবার Faucetpay থেকে নিচের মতো একটা কনফার্ম মেসেজ আপনার ইমেইলে আসবে ! জিমেইল খুলুন আর এই ইমেইল টায় ক্লিক করে Faucetpay তে লগইন করুণ।


Faucetpay থেকে কিভাবে বিটকয়েন আয় করবেন
বিটকয়েন আয় করার সব থেকে সহজ উপায় বা সেরা সাইট এর মধ্যে প্রথমেই আসে Faucetpay কারণ এখান থেকে যেমন বিটকয়েন আয় করা যায় তেমনি কোন সাইট থেকে বিট কয়েন আয় করতে পারবেন তার তালিকাও শেয়ার করা থাকে এছাড়াও অনেক রকম উপায়ে এখান থেকে আয় করতে পারবেন।
Faucetpay থেকে বিটকয়েন আয় করার জন্য প্রথমে ওপরেই পেয়ে যাবেন Earn এখান থেকে বিটকয়েন আয় করতে পারবেন ! এখানে ৫ টা অপশন রয়ছে Faucetlist, Offerwall, Surveys, Paid to click, Fey Staking
FAUCETLIST : এখান থেকে হাজারের বেশি বিটকয়েন আয়ের সেরা সাইট এর তালিকা পেয়ে যাবেন যেখান থেকে সহজে বিটকয়েন আয় করতে পারবেন এবং কেমন পেমেন্ট করে কতো মানুষ সেই সাইট পছন্দ করেন এগুলো দেখতে পারবেন!
OFFERWALL : এখানে এমন কিছু সাইটের তালিকা আছে যাদের Tash কমপ্লিট করে বিটকয়েন আয় করতে পারেন ! টাস্ক অনেক রকম হতে পারে যেমন ওয়েবসাইট ভিজিট, রেজিস্টেশন, এবং কিছু সহজ সার্ভে ।
SURVEYS : এখানে আপর বিষয় জানার জন্য সহজ কিছু প্রশ্ন করা হয় যেমন আপনার নাম, বয়স, কত সালে জন্ম, কোন দেশে জন্ম, ফেমিলি মেম্বার কতজন ! কোন সোশ্যাল সাইট বেশি পছন্দ এমন কিছু Survey এই সার্ভে রোজের পাবেন।
PAID TO CLICK : Faucetpay থেকে বিটকয়েন আয় করার সহজ উপায় paid to click এখানে কিছু সাইট আছে যেখানে ১০-১৫ সেকেন্ড ভিজিট করে রোজের 100 satoshi পর্যন্ত আয় করতে পারেন।
FEY STAKING : Fey মানে বুঝতে পারছেন আশা করি Feyorra এর কথা বলছি ! Faucetpay metamask ব্যবহার করে ! কিন্তু অনেকে জানেন না Metamask কি বা কিভাবে ব্যবহার করতে হয়, তাই Feyorra আয় করার জন্য Faucetpay অফার করে এখানে ৮০ দিনের জন্য আপনি যেমন যতো Feyorra Satoshi ব্যবহার করবেন আপনার Feyorra এবং লাভের পরিমাণ Staking শেষ হওয়্যার ৮০ দিন পরে ফেরত দেওয়া হয় ! ( Meta Mask বিষয় পরে আলোচনা করবো! কিন্তু যদি আপনি কোথাও থেকে Feyorra আয় করে Faucetpay তে withdrow নিতে চান সেক্ষেত্রে Faucetpay বিটকয়েন এড্রেস ব্যবহার করতে পারেন !)
গেম খেলে Faucetpay থেকে বিটকয়েন আয়
Faucetpay থেকে গেম খেলে বিটকয়েন বা যেকোন Crypto Coine দ্বিগুণ করতে পারেন কিন্তু গেম খেলার পরামর্শ আমি কখনোই দেবোনা কারণ এগুলো একটা জুয়া মতো আর জুয়ায় কখনো জিৎ হয় না এরপর আপনার ইচ্ছা !
গেম খেলে বিটকয়েন আয় করার জন্য ওপর থেকে Multiply BTC ক্লিক করলে ৫ টা গেম পাবেন Dice, Crashes, Limbo, Roulette আর Plinko এখান থেকে পছন্দের গেম সিলেক্ট করে খেলতে পারেন ! বিটকয়েন ছাড়াও যেকোন কয়েন দিয়ে এখানে গেম খেলা যায় !
Affiliate এর মাধ্যমে বিটকয়েন আয়
অনেকেই জানেন Affiliate Programe কি সহজ ভাষায় অন্য বন্ধুদের Invite বা রেফার করে আয় ! এখান থেকে আপনার রেফার কোড নিয়ে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ভিডিও বানিয়ে অথবা আপনার যদি কোন ব্লগ থাকে তার জন্য বেনার এডও পেয়ে যাবেন ! আপনার Affiliate লিংক ব্যবহার করে কেউ যদি এখানে রেজিস্টেশন করে তাহলে তার আয়ের ২০% থেকে ৫০% পর্যন্ত কোন কাজ না করেই আপনি পেয়ে যাবেন!
কিছু কথা : বন্ধুরা আশা করি আজকের পোস্টটি পড়ার পর সহজে Faucetpay বা বিটকয়েন একাউন্ট বানাতে এবং বিটকয়েন আয় করতে পারবেন এছাড়াও বিটকয়েন আয় করার অনেক উপায় আমাদের ব্লগে পেয়ে যাবেন ! এই পোস্ট বিষয়ে কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুণ আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ !